ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে জামায়াতী হাসপাতালের ৩ কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৬:০৯, ২৮ জুলাই ২০১৭

কক্সবাজারে জামায়াতী হাসপাতালের ৩ কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জামায়াত নেতাদের পরিচালনাধীন শহরের আল ফুয়াদ হাসপাতালের তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। প্রতারণা ও রোগী আটকে রেখে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালায়। রোগীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান। আটকরা হলেন হাসপাতালের মনিটরিং কর্মকর্তা সেলিম উল্লাহ সুজন, জনসংযোগ কর্মকর্তা (পিআরও) খালেদ হোসেন ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) দিদারুল আলম। অভিযোগে উখিয়া উপজেলার ভালুকিয়ার মুহাম্মদ হোসেন উল্লেখ করেন, বুধবার দুপুরে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইয়াসমিনকে (২৫) সন্তান প্রসবে সহযোগিতা নিতে শহরের বেসরকারী হাসপাতাল ফুয়াদ আল-খতিবে আনা হয়। কর্তৃপক্ষ ভর্তি ও চিকিৎসক দিয়ে চেক করার পর সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানান। কিন্তু রাত ১০টার দিকে প্রসব বেদনা উঠার পর কর্তৃপক্ষ জানান, ডেলিভারি করাতে অস্ত্রোপচার দরকার। অনুমতি দেয়ার পর প্রসূতিকে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়ার পাঁচ মিনিটের মাথায় স্বাভাবিক ডেলিভারিতে সন্তান ভূমিষ্ঠ হয়। বাইরে অপেক্ষমাণ স্বজনরা সন্তানের কান্না শুনতে পায়। কিন্তু এরপরও অনৈতিকতার আশ্রয় নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনায় চিকিৎসক শিরিন আকতার জাহান ও ফাতিমা জান্নাত রোগীর পেটে ও বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া করে সেলাই দেন। সেখান থেকে বের করে কেবিনে নেয়া হয়।
×