ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আগস্টের প্রথম সপ্তাহে ফের ভারি বর্ষণের আশঙ্কা

আগস্টের প্রথম সপ্তাহে ফের ভারি বর্ষণের আশঙ্কা স্টাফ রিপোর্টার ॥ আপাতত কমলেও বর্ষা মৌসুমজুড়েই ভারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছেই। আবহাওয়া অফিস জানায়, বর্ষাকালজুড়েই আরও একাধিকবার ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু সারাদেশের ওপর মোটামুটি সক্রি

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ জুলাই ২০১৭

 আগস্টের প্রথম সপ্তাহে ফের ভারি বর্ষণের আশঙ্কা  স্টাফ রিপোর্টার ॥ আপাতত কমলেও বর্ষা মৌসুমজুড়েই ভারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছেই। আবহাওয়া অফিস জানায়, বর্ষাকালজুড়েই আরও একাধিকবার ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু সারাদেশের ওপর মোটামুটি সক্রি

স্টাফ রিপোর্টার ॥ আপাতত কমলেও বর্ষা মৌসুমজুড়েই ভারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছেই। আবহাওয়া অফিস জানায়, বর্ষাকালজুড়েই আরও একাধিকবার ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু সারাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে আগামী কয়েকদিন বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে না তারা। তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে আবারও বড় ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া বর্ষাকালজুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেছে। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, প্রকৃতিতে এখন বর্ষাকাল চলছে। বর্ষাকাল হওয়ার কারণে বৃষ্টিপাত হবে, এটাই স্বাভাবিক। তবে তিনি জানান, সারাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী কয়েকদিন ভারি বৃষ্টিপাত তারা দেখছেন না। তবে আগস্টের শুরুতে আবারও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তিনি জানান, গত কয়েকদিন ধরে মৌসুমি বায়ু অধিক সক্রিয় থাকায় এবং সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে ওই অবস্থা কিছু কেটে গেছে। তিনি জানান, প্রকৃতিতে বর্ষাকাল হওয়ায় সারাদেশের ওপর মৌসুমি বায়ু বিরাজমান রয়েছে। এ কারণে বৃষ্টিপাত এখনই কমছে না। বরং সময়ে সময়ে তা আরও বৃদ্ধি পাবে। শ্রাবণের শুরুতে প্রকৃতিতে অঝোর বৃষ্টি শুরু হয়েছে। অধিক ভারি বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকাসহ বন্দরনগীর চট্টগ্রাম এবং খুলনাসহ বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহর একাধিকবার পানিতে তলিয়ে যায়। সৃষ্টি হয় মহাদুর্ভোগের। সারাদেশের ওপর একটানা অব্যাহত থাকলেও বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমে এসেছে। তবে বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঢাকায় বৃষ্টিপাত সামান্য হলেও এদিন সিলেটে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হযেছে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া, ভোলা, ঈশ্বরদী এবং রাঙ্গামাটিতে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঝাড়খ- ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দস্থল বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আগস্ট মাসের আবহাওয়া পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে, আগামী আগস্ট মাসে সাগরে আরও দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপ সৃষ্টি হলে এবং দেশের ভেতরে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এ মাসেও ভারি বৃষ্টিপাত হবে। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসেও স্বাভাবিক বৃষ্টিপাতের কথা উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সেপ্টেম্বর মাসেও সাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ সময়ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে তারা জানায়, মৌসুমি বায়ুর আধিক্যের কারণে গত কয়েকদিন ধরে সারাদেশের ওপর ভারি বৃষ্টিপাতের যে সতর্কতা আবহাওয়া অফিস থেকে দেয়া হয়েছে, বর্তমানে সে অবস্থা নেই। ফলে ভারি বৃষ্টিপাতের সতর্কতা সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া লঘুচাপের কারণে সাগরে যে উত্তাল অবস্থা বিরাজমান ছিল, বর্তমানে সে পরিস্থিতিও কেটে গেছে। এ কারণে আগামী কয়েকদিন তারা সারাদেশের ওপর ভারি বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখছে না। তবে এ সময়ে বিভিন্ন বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে উল্লেখ করে তারা।
×