ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যারা নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ জুলাই ২০১৭

যারা নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না ॥  নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা আন্দোলনের ভয় দেখিয়ে নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণের রায়েই বিশ্বাস করে আওয়ামী লীগ। নির্ধারিত সময়ের নির্বাচন এবং নির্বাচনে ভোটদান থেকে জনগণকে বঞ্চিত করার ক্ষমতা কারও নেই। বুধবার রাজধানীর পুরাতন ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের সভাপতিত্বে হাসপাতালের পরিচালক ক্যাপ্টেন (অব.) এম এ ছালাম, ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যাক্ষ এম এ বাসার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহম্মেদ মান্নাফী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বলেন, ‘নির্বাচন জনগণের অধিকার, ভোট দেয়াও জনগণের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারের ওপর যারা হস্তক্ষেপ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’ মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াওয়ের পরও ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা জ্বালাও-পোড়াও করে নির্বাচন বন্ধ করতে পারেনি। আগামী নির্বাচনও যথাসময়ে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তিনি বলেন, সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই বিজয়ী হবে। আগামী নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারও নেই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে সীমিত সম্পদ নিয়ে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা দুরুহ। সরকারী হাসপাতালে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী আসলেও ফেরত দেয়া হয় না। চিকিৎসক ও নার্সরা বাড়তি চাপ নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করছেন। গ্রামের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলো থেকে মানুষ আধুনিক চিকিৎসা গ্রহণ করতে পারছে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের চিকিৎসক, নার্সসহ সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের জনগণের দোরগোড়ায় সহজে কম খরচে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে কর্মসূচী হাতে নিয়েছে তা সফল করতে সকলকেই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
×