ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক লুজারের শীর্ষে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রনিক্স

প্রকাশিত: ০৪:০৪, ২৩ জুলাই ২০১৭

সাপ্তাহিক লুজারের শীর্ষে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রনিক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডেস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ৬২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, প্রতিদিন গড়ে কোম্পানিটির ৮৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ৫৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৮৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া লুজারে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনফিডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১২ দশমিক ২৬ লিমিটেড, ফু-ওয়াং ফুড লিমিটেড ১১ দশমিক ৬৯ শতাংশ, নুরানী ডাইং এ্যান্ড সোয়েটার লিমিটেড ১১ দশমিক ২৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড ৯ দশমিক ৬৩ শতাংশ, আইএফআইসি ব্যাংক লিমিটেড ৮ দশমিক ৮৫ শতাংশ, কেয়া কসমেটিক্স লিমিটেড ৮ দশমিক ৭৯ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ শেয়ার দর কমেছে। শেয়ার বিক্রি করবেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক উদ্যোক্তা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা আবু হেনা মোস্তফা কামাল শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম এই উদ্যোক্তার কাছে মোট ২৮ লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩০ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪৮ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৬১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৯৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।
×