ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে সেতুর অভাবে ১৫ হাজার মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৪৭, ২২ জুলাই ২০১৭

চাঁপাইয়ে সেতুর অভাবে ১৫ হাজার  মানুষের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদরের আংশিক ও পুরো বরেন্দ্র অঞ্চল নাচোলের জনগণের পারাপারের একমাত্র খেয়াঘাট মল্লিকপুর। অপর পারে শিবগঞ্জ উপজেলা। দুই পারের প্রায় ১৫ হাজার লোককে মহানন্দা নদীর মল্লিকপুর খেয়াঘাট দিয়ে পারাপার হতে হয়। অথচ দীর্ঘদিনের দাবি এখানে একটি সেতু নির্মাণের। বেশি যাতায়াত করে চককীর্তি ইউপি, গোসাইবাড়ি, পোল্লাডাঙ্গা, লহলামারি, চাঁদপুর, আখিরা, সাহেব গ্রাম, বিমর্ষী ও ধাইনগর ইউপির রানীনগর মহল্লার জনগণ। এছাড়া শিবগঞ্জ অঞ্চলের অধিকাংশ মানুষের ফসলের জমি নাচোল বরেন্দ্র অঞ্চলে। সহজ পথ হিসেবে তারা ব্যবহার করে মল্লিকপুর খেয়াঘাট। কানসাট, খাসেরহাট, শ্যামপুর ও মনাকষা ইউপির লোকজনও নিয়মিত ব্যবহার করে মল্লিকপুর খেয়াঘাট। পাশাপাশি নাচোলের চার ইউপির জনসাধারণ শিবগঞ্জ যেতে ঘাটটি ব্যবহার করে। নাচোলের খলসি, মহিপুর, মল্লিকপুর এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ১০ হাজারেও অধিক মানুষ পারাপার হয়ে থাকে এ ঘাট দিয়ে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও রোগীদের নৌকায় ঘাট পার হতে অনেক কষ্ট পোহাতে হয়। বন্যা ও বর্ষার সময় নদীর পরিধি অনেক বেড়ে যায় এবং নদী খরস্রোতা হয়ে ওঠে। খেয়াঘাটে কমে আসে নৌকার পরিমাণ। ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা সময়মতো পৌঁছতে পারে না স্কুল-কলেজে। ভোলা পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২১ জুলাই ॥ ভোলা পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের ৩০৪ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৯৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। নতুন অর্থবছরের এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ কোটি ৬১ লাখ ৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ২৮৪ কোটি ১৫ লাখ টাকা এবং ব্যয় ২৮৪ কোটি ১৬ লাখ টাকা। উন্নয়ন খাতের প্রকল্পসমূহের মধ্যে শীর্ষে রয়েছে হচ্ছে উপকূলীয় শহর পরিবেশ উন্নয়ন প্রকল্পের ১৫৭ কোটি ৮০ লাখ টাকা, এমআইএফের ৫০ কোটি, বিএমডিএফের ২৯ কোটি, অবকাঠামো উন্নয়নসহ মাস্টারপ্লান প্রকল্পে ২৭ কোটি টাকা। এবারের বাজেট পরিকল্পনার উল্লেখযোগ্য দিক হচ্ছে ১০০ কোটি টাকা ব্যয়ে জিয়া সুপার মার্কেটকে ১৫ তলাবিশিষ্ট ট্রেডসেন্টারে রূপান্তর এবং ভোলা পৌরসভার ৫টি খালের নাব্য ফিরিয়ে আনাসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড আধুনিককরণ, সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হালিম, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, বিটিভির প্রবীণ সাংবাদিক এম এ তাহের প্রমুখ।
×