ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে নির্যাতন ॥ গর্ভের সন্তান নষ্ট

প্রকাশিত: ০৬:৪৫, ২২ জুলাই ২০১৭

পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে নির্যাতন ॥ গর্ভের সন্তান নষ্ট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২১ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রতিবেশীর নিষ্ঠুর নির্যাতনে আলোর মুখ দেখল না পাঁচ মাসের গর্ভের সন্তান। গৃহবধূ হীরা আক্তারকে দেনাদাররা নিষ্ঠুর নির্যাতন করে। বর্তমানে গৃহবধূ হীরা আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর কান্তিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী রাজু জানান, তিনি তার প্রতিবেশী মামুনের কাছে ২৫ হাজার টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করেন। এর মধ্যে মামুন রাজুকে সাত হাজার ৫শ’ টাকা পরিশোধ করে। বেশ কয়েকবার রাজুর প্রতিবেশী মামুনের কাছে টাকা চাইলেও দেই-দিচ্ছি বলেও টালবাহানা শুরু করে। শুক্রবার সকালে মামুনের বাড়ি গিয়ে তার কাছে গৃহবধূ হীরা আক্তার তার স্বামী রাজুর পাওনা টাকা চান। পাওনা টাকা চাইলে মামুন, স্ত্রী মনি বেগম, ভাই রিপন, বোনজামাই জাহিদুল, মা জানু বেগম, বোন রোকসানা, সাথী ক্ষিপ্ত হয়ে গৃহবধূ হীরা আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবেশীদের গালিগালাজে বাধা প্রদান করে হীরা আক্তার তার বাড়িতে চলে যান। এর জের ধরে প্রতিবেশী মামুন ও তার পরিবার হীরা আক্তারের বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর শুরু করে। এ সময় ভাংচুরে বাধা দিলে মামুনসহ তার পরিবারের লোকজন হীরা আক্তারকে নির্যাতন করে তার পেটে লাথি দিলে পাঁচ মাসের গর্ভের সন্তানের গর্ভপাত ঘটে। এ সময় হীরা আক্তারের চিৎকারে স্বামী রাজু এগিয়ে এলে মামুন ও তার পরিবারের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
×