ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএস নিয়ন্ত্রিত অর্ধেকের বেশি এলাকা কমেছে

প্রকাশিত: ০৪:১০, ১৭ জুলাই ২০১৭

আইএস নিয়ন্ত্রিত অর্ধেকের বেশি এলাকা কমেছে

মসুল শহরটি ইরাকী বাহিনী দীর্ঘ যুদ্ধের পর পুনঃদখল করে নেয়ার মধ্য দিয়ে আরও জায়গা হারিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ ভূখ-জুড়ে আইএসের কথিত ‘খেলাফত’ ক্রমশই আরও সঙ্কুচিত হচ্ছে। তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকার পরিমাণ অর্ধেকের বেশি কমে গেছে। কিন্তু এরপর আইএসের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে? ইরাকে তাদের রাজধানী মসুল শহরের পতন ঘটেছে আর সিরিয়ায় আইএসের আসল রাজধানী রাকা শহর পুনঃদখলের জন্য কোয়ালিশন বাহিনীর লড়াই চলছে। বিবিসির সংবাদদাতা কুয়েন্টিন সমারভিল বলেছেন, আইএসের নেতারা ইতোমধ্যেই রাকা ছেড়ে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। সামনে তাই রাকার লড়াই হবে সবচেয়ে বড় ঘটনা। কিন্তু রাকা শহরটি মসুলের মতো নয়। এটি আয়তনে অনেক ছোট। এটি এমন এক অঞ্চলে অবস্থিত, যা রণকৌশলের দিক থেকে অনেক কঠিন একটি জায়গা। খবর অনুযায়ী আইএসের নেতারা রাকা ছেড়ে ইউফ্রেটিস নদীর উপত্যকার একটি জায়গায় অবস্থান নিয়েছে। এগুলো বিপজ্জনক জায়গা এবং কোয়ালিশন বাহিনীর এখানে লড়াই করা বেশ কঠিন হবে। কুয়েন্টিন বলেছেন, আইএস জঙ্গীদের সম্পূর্ণ পরাজিত করা হয়ত কখনই সম্ভব হবে না। তবে পশ্চিমা কোয়ালিশন চাইছে তাদের এতটা দুর্বল করে ফেলতে, যাতে তারা আর পশ্চিমা দেশগুলোয় আক্রমণ চালাতে না পারে। তিনি বলেছেন, আইএস শুধু এলাকা দখল করতে চায় তাই নয়, তারা একটি আদর্শভিত্তিক গোষ্ঠী। তাদের জঙ্গীরা নিষ্ঠুর এবং খুনে স্বভাবের আবার একই সঙ্গে উগ্রপন্থী আদর্শের প্রতি নিবেদিত। ফিলিপিন্সে জেল ভেঙ্গে পালাতে গিয়ে তিন বন্দী নিহত ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে জেল ভেঙ্গে পালানোর সময় রবিবার তিন বন্দী নিহত ও অপর একজন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। কর্মকর্তারা বলেন, ইসলামপন্থী চরমপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত ওই অঞ্চলটির গোলযোগপূর্ণ জোজোর একটি থানা থেকে যে ১৪ জন পালিয়েছিল এরা তাদের মধ্যে ছিল। প্রাদেশিক পুলিশ প্রধান ও সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট মারিও বুইয়ুসকান বলেন, জোজো আবু সাইয়েফের একটি ঘাঁটি। জঙ্গী গোষ্ঠীটি মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে। জঙ্গী গোষ্ঠীটির সঙ্গে কয়েকজন বন্দীর সম্পৃক্ততা ছিল। খবর এএফপির তিনি আরও বলেন, ‘তারা জেলখানার খিল ভেঙ্গে তিনতলা থেকে পাশের পৌরসভা ভবনের ছাদে লাফিয়ে পড়ে। আমাদের সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।’ আহতদের আটক করা হয়।
×