ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় দুই যুবলীগ নেতা আসামি

প্রকাশিত: ০৫:৫৬, ১৫ জুলাই ২০১৭

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় দুই যুবলীগ নেতা আসামি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ জুলাই ॥ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুনের ঘটনায় দুই জনের নামসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানায় নিহতের বড় ভাই আবু আলী বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।আসামিরা হলো সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্ত ও পৌর যুবলীগ ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শান্ত । এছাড়া অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। মামলার বাদী আবু আলী জানান, যুবলীগ নেতা সজিব দত্ত ও শান্ত আমার ভাই আব্দুল মান্নানের খুনের সঙ্গে সরাসরি জড়িত। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। তিনি অভিযোগ করে বলেন, মান্নানকে হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ‘সন্ত্রাসী’ যুবলীগ নেতা সজিব দত্তকে গ্রেফতার করতে পারেনি। কারণ ‘খুনি’ সজিব জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ছোট ভাই। এ জন্য পুলিশ বিষয়টি ধামাচাপা দিতে কালক্ষেপণ করছে। এছাড়া সজিবের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ শহরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তার ভাই ক্ষমতাসীন দলের বড় নেতা হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে কখনও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান হত্যা মামলা থানায় জমা হয়েছে নিশ্চিত করে বলেন, পুলিশ এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে জড়িত সন্দেহে দুজন আটক রয়েছে। বাগেরহাটে ১৬ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে আপন ভাইসহ পৃথক দুটি হত্যা মামলায় ফাঁসি ও যাবজ্জীবন দ-প্রাপ্ত পলাতক আসামি ইলিয়াস শেখকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে চিংড়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আদালতে রায় ঘোষণার ১৬ বছর পর সে র‌্যাবের হাতে আটক হলো। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, চিংড়াখালী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে ইলিয়াস শেখ (৪৮) ১৯৯৯ সালে তার বড় ভাইকে হত্যা করে। মামলায় জামিন নিয়ে সে ২০০০ সালে সৌদি আরবে চলে যায়। দেশে ফিরে আবারও একই এলাকার তরিকুল নামে এক ব্যক্তিকে হত্যা করে। ২০১১ সালে বাগেরহাট দায়রা জজ আদালত পৃথক ওই দুটি হত্যা মামলায় ইলিয়াসকে মৃত্যুদ- ও যাবজ্জীবন কারাদ-াদেশ দেন। এরপরে সে নাম পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। সম্প্রতি বাড়িতে এসে একটি বাহিনী গড়ে তোলে ওই ইলিয়াস।
×