ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মজাই সাফল্যের মন্ত্র রবি শাস্ত্রীর

প্রকাশিত: ০৫:১৭, ১৪ জুলাই ২০১৭

মজাই সাফল্যের মন্ত্র রবি শাস্ত্রীর

স্পোর্টস রিপোর্টার ॥ কঠোর হয়ে নয়। কঠোর অনুশীলন করানোয় নয়। মজা করে। ক্রিকেটারদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেই সাফল্য পেতে চান রবি শাস্ত্রী। যিনি এখন ভারতের প্রধান কোচ। সাফল্যের মূল মন্ত্র হিসেবে মজা, আনন্দকেই বেছে নিয়েছেন শাস্ত্রী। অনীল কুম্বলে কোচ পদ থেকে সরে যাওয়ার পর থেকেই শাস্ত্রীর নাম জোরেশোরে শোনা গেছে। বিরাট কোহলিরা যে শাস্ত্রীকে চান। শেষ পর্যন্ত শাস্ত্রীই হয়েছেন কোচ। শাস্ত্রীকে কেন এত পছন্দ কোহলিদের? তা এখন সবার সামনেই খোলাসা হয়ে গেছে। কুম্বলে অনেক বড় তারকা ক্রিকেটার ছিলেন। তার কোচিং ধারণাও অন্যরকম। কঠোর শাসন করেন। কঠোর অনুশীলন করান। অধিনায়ক কিংবা কারও কথাও যেন শুনতে চান না। নিজের সিদ্ধান্ত বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু শাস্ত্রী করেন পুরো উল্টো কাজ। তিনি ক্রিকেটারদের সঙ্গে মজা করেন। আনন্দ করেন। অনুশীলন যখন কঠোর দরকার তখন তা করেন। কিন্তু বেশিরভাগ সময়ই ছাড় দেন। তাতে সাফল্যও আসে। কুম্বলেও সাফল্য পেয়েছেন। শাস্ত্রীও সাফল্য পেয়েছেন। তবে দুইজন দুইভাবে সাফল্য পেয়েছেন। ক্রিকেটারদের শাস্ত্রীর মন্ত্রই মনে ধরেছে। তাইতো আবার শাস্ত্রীকেই ফিরিয়ে আনা হয়েছে। শাস্ত্রীর এসব বিষয়ে মুখ খুলেছেন। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বলেছেন, ‘টিমের জন্য প্রচুর খেটেছিলাম। ওভাবে সরতে হলে আঘাত তো লাগেই।’ শাস্ত্রী আরও জানান, ‘তাড়াহুড়ো করে প্ল্যানিং হয় নাকি? আগে দেশে ফিরে বোর্ডের সঙ্গে বসি। টিমের সঙ্গে বসি। তারপর না হয় যা করার করব।’ বিরাট কোহলির সঙ্গে এরইমধ্যে কথা হয়েছে শাস্ত্রীর। তাও জানালেন, ‘হ্যাঁ, একবার হয়েছে। তবে সেটা খুব সামান্য কথাবার্তা। শ্রীলঙ্কা যাওয়ার আগে বিস্তারিতভাবে কথা বলব। আমি খুব উত্তেজিত এই পুনর্মিলনটা নিয়ে। এখনও আমার উত্তেজনা কমছে না। মনে হয় শ্রীলঙ্কা যাওয়া পর্যন্ত এ রকমই থাকবে। উনিশ মাস এই দলটার সঙ্গে থাকার সময় দুর্দান্ত সব অভিজ্ঞতা হয়েছে। সেগুলো মনে পড়লে আরও ভাল লাগছে যে, ওদের সকলের সঙ্গে আবার দেখা হবে। আমি সবসময় চ্যালেঞ্জের জন্য তৈরি।’ চ্যালেঞ্জ নিয়ে শাস্ত্রী আরও জানান, ‘বললাম না, আমি চ্যালেঞ্জের জন্য তৈরি থাকি সবসময়। এবারও (শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ) তৈরি। গতবারের ভাল স্মৃতি আছে, ইয়েস। বাইশ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতেছিলাম আমরা। কিন্তু নতুন প্ল্যানিং দরকার। শ্রীলঙ্কা নিজেদের দেশে ভয়ঙ্কর প্রতিপক্ষ হতে পারে। ওদের হাল্কাভাবে নেয়া যাবে না। কাউকেই হাল্কাভাবে নেব না।’ ড্রেসিংরুমে উত্তেজনা নিয়ে শাস্ত্রী জানান, ‘আমার মনে হয় না খুব বেশি কিছু করার দরকার আছে। ড্রেসিংরুমের সংহতি ঠিকই থাকবে। শুনুন, এই ছেলেদের সঙ্গে আমি আঠারো-উনিশ মাস (২০১৪ অগস্ট থেকে ২০১৬ এপ্রিল) থেকেছি। ওরা নিজেরাও জানে দলগত সংহতি একটা বড় ফ্যাক্টর। আমার মনে করিয়ে দেয়ার দরকার নেই।’ আমজাদ আলী কলেজ চ্যাম্পিয়ন ওয়ালটন মহিলা বেসবল স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন আন্তঃকলেজ মহিলা বেসবলে চ্যাম্পিয়ন হয়েছে টঙ্গী আমজাদ আলী কলেজ। বৃহস্পতিবার ধানম-ি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ভিকারুননিসা নূন কলেজকে ১২-৮ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভিকারুননিসার জুঁই। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। একই পুরস্কার লাভ করেন জুঁইও। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেক দলকে ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেয়া হয়। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মোঃ মোতাহার হাসান।
×