ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মোবাইল চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৫:১০, ১৪ জুলাই ২০১৭

মোবাইল চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে ফিশিং বোটের দড়ি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে শহরের উত্তর রোমালিয়ারছড়ায় এ ঘটনা ঘটে। প্রভাবশালী ব্যক্তির এমন আচরণে স্থানীয়রা ক্ষুব্ধ হলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। স্থানীয়রা বলেন, পেটের দায়ে হয়ত কিশোর চুরি করতে গেছে। এটি সমাধানের জন্য আইন আছে, কিন্তু তাকে এভাবে নির্যাতন করাটা মানবাধিকার লঙ্ঘন। জানা যায়, ফিশিং ট্রলারের রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনে কিশোর অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ছেলেকে আনতে গেলে তার মাকেও নাজেহাল করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, চুরির অভিযোগ এনে আইন নিজের হাতে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে রাখার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। চট্টগ্রামে শিশুকে বলাৎকার ॥ শিক্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ১১ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে হেফজখানার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিক্ষক ইসহাক চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে তাকে বাকলিয়া থানার চাক্তাই এলাকার দারুল এহসান হেফজখানা থেকে আটক করা হয়। জানা যায়, শিশুটির বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। স্থায়ীভাবে তাদের পরিবার সেখানেই বসবাস করে। প্রায় তিন বছর আগে তাকে এ হেফজখানায় ভর্তি করা হয়। শিশুর অভিযোগের প্রেক্ষিতে বাবা-মা বিষয়টি থানায় জানালে পুলিশ ইসহাককে আটক করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ১১ বছর বয়সী এ শিশুকে দেখতে যান তার মা। এ সময় শিশু বেশ কান্নাকাটি এবং সেখানে থাকতে চায় না বলে জানায়। কারণ জানতে চাইলে সে মায়ের কাছে নির্যাতিত হওয়ার কথা খুলে বলে। শিশুটির অভিযোগ, তাকে একাধিকবার বলাৎকার করেছে শিক্ষক ইসহাক। তবে বিষয়টি যেন কাউকে না জানানো হয় সেজন্য ভয়ভীতি দেখানো হয়েছে।
×