ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুভজনের সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৩:৪১, ১৩ জুলাই ২০১৭

শুভজনের সাংস্কৃতিক আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজনের উদ্যোগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সম্প্রতি ‘বাদল দিনের প্রথম কদমফুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানটির তৃতীয়বারের মত আয়োজন করে শুভজন। বর্ষার গান-কবিতায় সাজানো এ অনুষ্ঠানে শুভজনের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় বাদলঘন দিনে সুরের অপূর্ব মোহে ডুবে যায় উপস্থিত দর্শক শ্রোতারা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সানিয়া রমা, বিডি হৃদয়, সায়লা রহমান, জাহিদ হোসেন, পুস্পিতা, ইয়াম্মি ও জুয়েল জয়। তারা একে একে গেয়ে শোনান বৃষ্টির গান- ‘এই বৃষ্টি ভেজা রাতে’,‘দ্রিম তানা’, ‘শ্রাবণ’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘বৃষ্টি পায়ে পায়ে’, ‘রিমি রিম ঝিম রিম ঝিম’, ‘এই মেঘলা দিনে একলা’, ‘ঝড় উঠেছে বাউল বাতাস’, ‘রিম ঝিম ঝিম’, ‘ঝিলমিল ঝিলমিল’, ‘শ্রাবণের মেঘগুলো জড় হোল আকাশে’ প্রভৃতি গান। গানের ফাঁকে ফাঁকে আবৃতি করেন তরুণ রাসেল, শারমিন সাথী, রেহান রুবেল, মাহিরা আফরোজ তিশা, ডিকে সৈকত, নিপা চৌধুরী, ঢালী মনিরুজ্জামান, ইমরান পরশ প্রমুখ। এ উপলক্ষে অনুষ্ঠানে অতিথি ছিলেন শুভজন উপদেষ্টা কথা সাহিত্যিক মইনুদ্দিন কাজল, কবি আসলাম সানী, কবি শাফাত শফিক, জাপান বাংলাদেশ হিউম্যান রাইটসের মহাসচিব আমিনুল ইসলাম হান্নান, অগ্নিবীণা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মানস বিশ্বাস, স্টার লাইন এ্যাসোসিয়েটের ব্যবস্থাপক মোঃ রতন খান, গ্লোবাল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ পারভেজ, কবি নইম হাসানসহ শিল্প সাহিত্য জগতের আরও অনেকে। শুভজনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবৃতিশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিল্পীদেরকে শুভাশিষ জানাতে সংক্ষিপ্ত আলোচনা পর্বের সভাপতিত্ব করেন গীতিকবি এম আর মনজু। অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন সঙ্গীতশিল্পী বিডি হৃদয়।
×