ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘নতুন খলিফা’র নাম ঘোষণা করে আইএসের সংক্ষিপ্ত বিবৃতি ॥

বাগদাদি নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ১২ জুলাই ২০১৭

বাগদাদি নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) ও আল-সুমারিয়া টিভি চ্যানেল মঙ্গলবার এ কথা জানিয়েছে। টিভি চ্যানেলটি ইরাকের নিনেভেহ প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানায়। খবর নিউজউইক, সিবিএস নিউজ ও এএফপির। সূত্র জানায়, আইএসের বন্দুকধারীরা তাদের নেতা আবু বকর আল-বাগদাদি নিহতের খবর এবং নতুন ‘খলিফা’র নাম ঘোষণা করে একটি সংক্ষিপ্ত বিবৃতি ইস্যু করেছে। এর আগে কিছু ইরানী সংবাদমাধ্যম আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে কিছু ছবি প্রচার করে। গত জুনের মাঝামাঝি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিক তথ্য মতে, মে মাসের শেষদিকে সিরিয়ায় রাশিয়ার এক বিমান হামলায় আইএস নেতা ও ৩০০ আইএস যোদ্ধা নিহত হয়েছে। এসওএইচআর মঙ্গলবার নিশ্চিত করে জানিয়েছে, বাগদাদি নিহত হয়েছেন। সংগঠনটির পরিচালক রামি আবদেল রাহমান মঙ্গলবার নিউজউইককে টেলিফোনে জানিয়েছেন, দির ইজ্জরে এসওএইচআর’র একজন কর্মী বিষয়টি (তার মৃত্যু) নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাগদাদি নিহত হয়েছেন। তিনি আরও জানান, সংগঠনটির ওই মানবাধিকারকর্মী বাগদাদির মৃত্যুর খবরটি পান সিরিয়ার পূর্বাঞ্চলীয় আইএসের দ্বিতীয় শীর্র্ষ এক নেতার কাছ থেকে। তবে আইএস নেতা কিভাবে নিহত হয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেনি। এদিকে ইরাকী সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটতে পারে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘গত তিন মাস তিনি দির ইজ্জরে ছিলেন। গত মাসে রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর রাক্কার কাছে মে’তে বিমান হামলায় তিনি নিহত হয়ে থাকতে পারেন। এসওএইচআরও প্রায় একই সময়ে জানায়, রাশিয়ার দাবি অতিরঞ্জিত এবং মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, এটি নিশ্চিত নয় যে, তিনি নিহত হয়েছেন। ২০১৪ সালে শেষবার সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন বাগদাদি। সে সময়ে তিনি মধ্যপ্রাচ্য কথিত খেলাফত সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। তারপরও অনেকবার সংবাদমাধ্যমে তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য সে সব খবরের সত্যতা প্রমাণিত হয়নি। কিন্তু গত ১৬ জন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির এ্যারোস্পেস বা বিমান মহাকাশ বাহিনীর হামলায় নিহত হয়েছেন আইএসপ্রধান আবু বকর আল বাগদাদি। মে মাসের শেষদিকে রাকার উপকণ্ঠে এ হামলা চালানো হয়েছিল। জুন মাসের ২৯ তারিখে রাশিয়া জানায়, বাগদাদি নিহত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে। আলকায়েদার একটি দলছুট অংশকে নিয়ে ২০০২ সালের দিকে ইসলামিক স্টেট ইন ইরাক (আইএসআই) গড়ে তোলেন বাগদাদি। তার নেতৃত্বেই অল্প কিছুদিনের মধ্যে ক্ষমতাশালী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয় আইএসআই। ২০১৪ সালের ২৯ জুন সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলের বিশাল এলাকা এবং ইরাকের মধ্যাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা দখল করে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন বাগদাদি, যার খলিফা তিনি নিজে। সিরিয়ার রাকা শহরকে ঘোষণা করা হয় সেই খিলাফতের রাজধানী। এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক এ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল) যা সংক্ষেপে আইএস নামে পরিচিতি পায়। সিরিয়া ও ইরাকে এই জঙ্গী দলটির হাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মিসর, জর্ডান ও তুরস্কের বহু নাগরিককে জিম্মি করার পর তাদের শিরñেদ করে ইন্টারনেটে ভিডিও প্রকাশের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে এই সন্ত্রাসীরা। পশ্চিমা গণমাধ্যমে জানায়, ইরাকী নাগরিক বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আল-সামারাই। তাকে ধরিয়ে দিতে গত বছর আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
×