ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে চাই পরমাণু নিরস্ত্রীকরণ

প্রকাশিত: ০৮:২২, ১০ জুলাই ২০১৭

 কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে চাই পরমাণু নিরস্ত্রীকরণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে প্রয়োজন ওই অঞ্চলের পারমাণিক নিরস্ত্রীকরণ এবং কোরিয়ার মহান নেতা কিম ইল সুংয়ের ১০ দফার বাস্তবায়ন। কিন্তু তা না করে সাম্রাজ্যবাদী শক্তি দক্ষিণ কোরিয়াতে একের পর এক পারমাণিক অস্ত্র মজুদ করছে এবং আত্মরক্ষার্থে উত্তর কোরিয়াও পারমাণবিক অস্ত্র তৈরি এবং এর পরীক্ষা করতে বাধ্য হচ্ছে। এর ফলে এ অঞ্চলে শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে এবং দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ বিলম্বিত হচ্ছে। মন্ত্রী রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোরীয় জনগণের মহান নেতা প্রেসিডেন্ট কিম ইন সুংয়ের ২৩তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব জুসে আইডিয়া আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফর উল্লাহর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হিউন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম প্রমুখ। -বিজ্ঞপ্তি
×