ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভাষাসংগ্রামী ড. হুমায়ুন কেএমএ হাইয়ের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৪:০৪, ১০ জুলাই ২০১৭

ভাষাসংগ্রামী ড. হুমায়ুন কেএমএ হাইয়ের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কেএমএ হাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ আছর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তার শেষ ইচ্ছা অনুযায়ী স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়। এ সময় পরিবারের সদস্য ছাড়াও আত্মীয়স্বজন ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন। এর আগে বারিধারার ১ নম্বর রোডে স্থানীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্য ছাড়াও এতে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি একেএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত, জুনায়েদ সাকী, চলচ্চিত্র নির্মাতা ফখরুল আরেফিন খান প্রমুখ। ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মাস দুয়েক আগে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। প্রয়াতের ভাগ্নে বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানান, রবিবার সকালে তার বড় মামার মরদেহ ৯টায় দেশে ফিরিয়ে আনা হয়। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে সরাসরি নিয়ে যাওয়া হয় মরহুমে বারিধারার বাসভবনে। কাল ১১ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব রাজধানী গুলশান ১ নম্বরে ইমানুয়েলস রেস্টুরেন্টে হুমায়ুন কেএম হাইয়ের কুলখানি অনুষ্ঠিত হবে। রাজধানীতে ওয়াসার পানির পাম্পে ওয়াটার এটিএম বুথ সেবা উদ্বোধন রবিবার ঢাকা ওয়াসা রাজধানীর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মুগদাপাড়া-২ পানির পাম্পে ওয়াটার এটিএম বুথ সেবা চালু করা হয়। উক্ত সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ইয়ার খান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটিএম কার্ডে যেমন পাঞ্চ করলে চাহিদামাফিক টাকা বের হয় ঠিক তেমনি এ কার্ড পাঞ্চ করলে চাহিদা মাফিক পানি গ্রাহকের কন্টেনারে পতিত হবে। এক্ষেত্রে ডেবিট কার্ডের ন্যায় গ্রাহকের কার্ডে উক্ত পানি ক্রয়ের সমপরিমাণ টাকা থাকতে হবে। প্রতিটি কার্ড পেতে একজন গ্রাহককে ২০০ টাকা ওয়াসার কাছে জামানত রাখতে হবে, যেটি ফেরতযোগ্য। এছাড়া এ কার্ড দিয়ে পানি পেতে ইচ্ছামাফিক টাকা রিচার্জ করে যে কোন গ্রাহক বুথ থেকে পানি ক্রয় করতে পারবেন। গত জুন মাসে ফকিরাপুলের ওয়াসা অফিস সংলগ্ন পাম্পে এ সুবিধা সফলভাবে চালু করা হয়েছে। Ñবিজ্ঞপ্তি
×