ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কারাগার থেকে ছাড়া পেয়ে ভেনিজুয়েলার বিরোধী নেতা গৃহবন্দী

প্রকাশিত: ০৩:৪০, ১০ জুলাই ২০১৭

কারাগার থেকে ছাড়া পেয়ে ভেনিজুয়েলার বিরোধী নেতা গৃহবন্দী

ভেনিজুয়েলার বিশিষ্ট রাজনীতিবিদ লিওপোল্ডো লোপেজকে শনিবার কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে এবং গৃহবন্দী রাখা হয়েছে। তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, স্বাধিকার অর্জনের জন্য তার লড়াই অব্যাহত থাকবে। রাস্তায় তিন মাসের বিরতিহীন বিক্ষোভে নিহতের সংখ্যা বৃদ্ধি ও ধ্বংসের মধ্যে নিকোলাস মাদুরোর সমস্যা জর্জরিত বামপন্থী সরকারের ওপর চাপ বৃদ্ধির কারণে মুক্তি দেয়া হয়েছে লোপেজকে। ভোলান্টাড পপুলার (পপুলার উইল) দলের নেতা ও মাদুরো সরকারের প্রতি প্রতিরোধের প্রতীক লোপেজকে মুক্তি কয়েক ঘণ্টা পর বেশ সুস্থ ও উৎফুল্ল মনে হয়েছে। তিনি বাড়ির বাইরে সমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে বলেন, হ্যাঁ, আমরা পারি। তিনি তখন ভেনিজুয়েলার পতাকা তুলে ধরেন। লোপেজ এক বিবৃতিতে বলেন, এ সরকারের প্রতি আমি আমার দৃঢ় বিরোধী ভূমিকা অক্ষুণœ রাখব। -এএফপি অনলাইন বিজ্ঞানী যখন নৃত্যশিল্পী মেরিট মুর একজন পেশাদার ব্যালে নৃত্যশিল্পী, কিন্তু এর পাশাপাশি তিনি কোয়ান্টাম পদার্থবিদ্যায় গবেষণা করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পড়া শেষ করে তিনি এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন কোয়ান্টাম ফিজিক্সে। মুর মনে করেন বিজ্ঞানীদের শিল্প সম্পর্কে জানা প্রয়োজন, এর মাধ্যমে কল্পনা ও সৃজনশীলতার সমন্বয়ের বিষয়ে শিখতে পারা যায়। -বিবিসি সবচেয়ে বিলাসবহুল ট্রেন ২০১৮ সালের মার্চে ইউরোপে আসছে সবচেয়ে বিলাসবহুল ট্রেন। বেলমন্ড কোম্পানি ভেনিস সিম্পলন অরিয়েন্ট এক্সপ্রেসে যুক্ত করতে যাচ্ছে বিলাসবহুল কামরা। এতে থাকবে ডবল বেডরুম, একটি খোলামেলা জায়গা যাতে থাকবে ডাইনিং স্পেস, সোফা, গোসলখানা, বেসিন ও টয়লেট। ভেনিস, প্যারিস ও ইস্তানবুলের মধ্যে এটি চলাচল করবে। এতে লন্ডন থেকে ভেনিস যেতে একজন যাত্রীকে এক রাতের যাত্রায় গুনতে হবে ৭ হাজর ৩৬ ডলার। -সিএনএন
×