ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাম কমে যাওয়ায় মাগুরার পান চাষীরা বিপাকে

প্রকাশিত: ০৬:৪৫, ৯ জুলাই ২০১৭

 দাম কমে যাওয়ায় মাগুরার পান চাষীরা বিপাকে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় উৎপন্ন পানের দাম কম হওয়ায় পান চাষীরা বিপাকে পড়েছে। পান বিক্রি করে সেই খরচ উঠছে না। ন্যায্যমূল্য থেকে কৃষক বঞ্চিত হচ্ছে। জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে পানের বরজ গড়ে উঠেছে। এর মধ্যেÑ শ্রীকুণ্ঠি, ধরলা, শক্রজিৎপুর, পয়ারী, পথের হাট, শিয়ালজোড়, বাটাজোড়, বেরইল পলিতা, গোয়াল বাথান, মণিরামপুর, পুটিয়া, গঙ্গরামপুর, বরিশাট, আলীধানী, শিবরামপুর প্রভৃতি গ্রামে কয়েকশত পানের বরজ গড়ে উঠেছে। বর্তমানে প্রতিপণ (৮০টি পান) ৫ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পূর্বে এই দাম ছিল অনেক বেশি। জেলার উৎপন্ন পান ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলায় চালান হয়। প্রতিরাতে কৃষকরা পানের বেড়ি ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলায় বিক্রি করতে যান। বর্তমানে পানের বাজার নিম্নমুখী। দাম একেবারে কম। এ সময় পানের উৎপাদন মৌসুম বলে প্রচুর পান ধরে এবং কৃষককে নিয়মিত পান পাতা কাটতে হয়। তা না হলে পান পাতা পচে যায়। এই কারণে হাট-বাজারে আমদানি ভাল হওয়ায় দাম কমে গেছে ব্যাপক। ফলে ন্যায্যমূল্য থেকে কৃষক বঞ্চিত হচ্ছে। ডিএসইর পিই রেশিও বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে ২.৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫.৯৮ পয়েন্টে।
×