ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

১১ খাতের দর বেড়েছে

প্রকাশিত: ০৪:০৩, ৯ জুলাই ২০১৭

১১ খাতের দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক এবারও লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। একইসঙ্গে বেড়েছে এ খাতের লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৫০ শতাংশ ছিল এ খাতের। গত সপ্তাহে এটি ছিল ১৭ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে আলোচ্য সপ্তাহে ১১টি খাতের লেনদেন গত সপ্তাহের তুলনায় বেড়েছে। আর কমেছে ৯টি খাতের। লেনদেন বেড়েছে এমন খাতগুলো হলো- বস্ত্র, আর্থিক খাত, বিবিধ, আইটি, সিমেন্ট, সেবা, সাধারণ বীমা, চামড়া, জীবন বীমা, সিরামিক এবং পাট খাত। আর কমেছে এমন খাতগুলো হলো- ব্যাংক, বিদ্যুত-জ্বালানি, ওষুধ ও রসায়ন, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, টেলিকম, ভ্রমণ ও পর্যটন, মিউচুয়াল ফান্ড এবং কাগজ ও মুদ্রণ। সূত্র মতে, সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে এ খাতের লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ১০ শতাংশ। গত সপ্তাহে ১৫ দশমিক ২০ শতাংশ ছিল এ খাতের দখলে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় স্থনে থাকলেও গত সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে এ খাতের। আলোচ্য সপ্তাহে লেনদেনে ১১ দশমিক ৬০ শতাংশ ছিল এ খাতের। গত সপ্তাহে এটি ছিল ১১ দশমিক ৭০ শতাংশ। অন্য খাতগুলোর মধ্যে বিদ্যুত-জ্বালানি খাত ১১ দশমিক ৩০ শতাংশ ছিল এ খাতের দখলে। গত সপ্তাহে ছিল ১২ দশমিক ৩০ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান খাত ১০ দশমিক ৬০ শতাংশ, প্রকৌশল খাত ৮ দশমিক ৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাত ৫ দশমিক ৪০ শতাংশ, বিবিধ খাত ৫ শতাংশ, আইটি খাত ৩ দশমিক ৭০ শতাংশ, টেলিকম খাত ২ দশমিক ৩০ শতাংশ, সেবা খাত ২ দশমিক ২০ শতাংশ, সিমেন্ট খাত ২ দশমিক ১০ শতাংশ ও চামড়া খাত ১ দশমিক ৪০ শতাংশ।
×