ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে নষ্টা অপবাদে গৃহবধূকে মারপিট, কেটে দেয়া হয়েছে মাথার চুল

প্রকাশিত: ০৭:৩৬, ৮ জুলাই ২০১৭

রংপুরে নষ্টা অপবাদে গৃহবধূকে মারপিট, কেটে দেয়া হয়েছে মাথার চুল

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৭ জুলাই ॥ রংপুরের বদরগঞ্জে নষ্টা ও চরিত্রহীন অপবাদ দিয়ে সুচিত্রা রানী (২৫) নামে এক গৃহবধূকে মারপিটের পর তার মাথার চুল কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ গ্রামবাসীর বিরুদ্ধে। উপজেলার দামোদরপুর ইউনিয়নের চম্পাতলী চাকলাপাড়া গ্রামে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত সুচিত্রা রানী বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/১০জনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক আসামি ধরতে অভিযানে নামে। এ সময় তারা গ্রামের কিশোবী মোহন (৬০), তার স্ত্রী সূর্যবালা (৫৫), মলিন চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী জতিকা রানীকে (৩২) গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানান। ওই মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারবিঘা গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম ওই গৃহবধূর বাড়ির পাশে চম্পাতলীর বাজারে গালামালের দোকান করেন। ওই দোকানে কেনাকাটা করেন সুচিত্রা। কিছুদিন আগে তিনি ওই দোকানে গেলে মমিনুল তাকে কু-প্রস্তাব দেন। বিষয়টি তিনি বাড়িতে গিয়ে তার স্বামীকে বলেন। এরপর তিনি ওই দোকানে কেনাকাটা করা বন্ধ করে দেন। গত বৃহস্পতিবার বিকেলে মমিনুল তার বাড়িতে প্রবেশ করে সুচিত্রাকে একা পেয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে মমিনুল পালিয়ে গেলে গ্রামের লোকজন পরে সুচিত্রাকে নষ্টা ও চরিত্রহীন অপবাদ দিয়ে প্রকাশে লাঠি দিয়ে মারপিটসহ তাকে বিবস্ত্র করে। এরপর তার মাথার চুল কেটে দেন আসামিরা।
×