ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এ্যাপলের নতুন চমক

প্রকাশিত: ০৬:৪৪, ৮ জুলাই ২০১৭

এ্যাপলের নতুন চমক

বিশ্বখ্যাত এ্যাপল তার নিজস্ব গবেষণায় সব সময়ই বিশ্ববাসীকে চমক দেয়ার চেষ্টা করেছে। তাদের নিরলস গবেষণার ফলে প্রযুক্তি বাজারে একচেটিয়া আধিপত্য টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিত্তবান ক্রেতারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে এ্যাপলের নতুন পণ্যের দিকে। য় এ্যাপল হোমপড হোমপড হলো এ্যাপলের স্মার্ট স্পিকার। এটি গুগলের হোম ও এ্যামাজনের ইকোলাইনের অনুরূপ। এর স্পিকার এ্যাপলের ভয়েস এ্যাসিস্টেন্ট সিরিকে কাজে লাগিয়ে ভয়েস কমান্ডে সাড়া দেবে। এ্যাপলের মিউজিক সার্ভিসগুলোর সঙ্গে এটি নিবিড়ভাবে যুক্ত। স্পিকার একাউটিক্সকে কাজে লাগিয়ে রুমের সাইজ অনুধাবন করতে পারবে। এটি এ্যাপলের ম্যাসেজের মতো সার্ভিস এবং এর স্মার্ট হোম এ্যাপ্লায়েন্স প্লাটফর্ম হোমকিট; এর সঙ্গেও কাজ করবে। প্রতিযোগী সরঞ্জামগুলোর মতো হোমপড সংবাদ, সাধারণ জ্ঞান, আবহাওয়া ও খেলাধুলার খবরও পরিবেশন করবে। হোমপডের বৈশিষ্ট্যগুলো ইকোলাইন বা গুগল হোমের অনুরূপ হলেও পার্থক্য সূচক বৈশিষ্ট্য হলো এর সাউন্ডের গুণগত মান। প্রাইভেসির কথা মাথায় রেখে হোমপড বানানো হয়েছে। এর সমস্ত যোগাযোগ সাঙ্কেতিক করা। হোমপডের দাম পড়বে ৩৪৯ ডলার। অর্থাৎ গুগল ও এ্যামাজনের স্মার্ট স্পিকারগুলোর চেয়ে বেশি ডিসেম্বরে এর চালান শুরু হবে। য় এ্যাপল টিভিতে এ্যামাজন এ্যাপল টিভির গ্রাহকরা যারা এ্যামাজন ভিডিও দেখতে চান তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। দুই কোম্পানির বিরোধের কারণে এ্যামাজন লাইব্রেরি এ্যাপলের সেট-টপ বক্স থেকে সরিয়ে নেয়া হয়েছিল। এখন কোম্পানিদ্বয় তাদের বিরোধ কিছুটা মিটিয়ে ফেলেছে সেটা অবশ্য গ্রাহকদের জন্য সুসংবাদ। কারণ দুই কোম্পানির ঝগড়ায় তথ্যপ্রবাহের জগতটা অযথা জটিল হয়ে পড়েছিল। এখানে উল্লেখ করা যেতে পারে যে এ্যামাজনের প্রধান নির্বাহী জিফ্রি বেজোস ওয়াশিংটন পোস্টের মালিক য় এ্যাপল ওয়াচ আপডেট হচ্ছে এ্যাপল ওয়াচে সিরি আরও স্মার্ট হচ্ছে। এর চেহারা নতুন আকার ধারণ করেছে। চেহারাটাকে গুগল নাউ এবং ফেসবুক ফিডের মিশেল বলা যেতে পারে। এটা ঘড়ির মালিককে আগের বছরগুলোর পুরনো স্মৃতিবিজড়িত ছবি দেখতে এবং মন্তব্য-সুপারিশ দিতে পারবে। যেমন ঘড়ির মালিক যদি তার ক্রিয়াকলাপের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায় তাহলে ঘড়ির চেহারায় বলে দেয়া হবে যে লক্ষ্য অর্জন করতে হলে ঠিক কি করা প্রয়োজন। ওয়ার্ক আউট এ্যাপটিও আপডেট করা হচ্ছে। এতে এমন সব বৈশিষ্ট্য থাকছে যা ব্যবহারকারীকে আরও স্বয়ংক্রিয় পরিমাপ দিতে পারবে। এ্যাপল মিউজিকও এই ঘড়ির সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা হচ্ছে। য় নতুন ম্যাক অপারেটিং সিস্টেম এ্যাপলের পরবর্তী অপারেটিং সিস্টেমের নাম হাই সিয়েরা। বর্তমান সিয়েরা সিস্টেমের সঙ্গে এটাকে অবাধে আপডেট করা যাবে। য় ম্যাক লাইনআপ এ্যাপল ম্যাক লাইনআপের আপডেটও ঘোষণা করেছে যা হওয়া বেশ আগেই দরকার হয়ে পড়েছিল। নতুন ডেস্কটপের এখন মেমোরি ক্যাপাসিটি বেশি থাকবে এবং গ্রাফিক্সের কাজ অনেক ভাল হবে। য় নোটবুক এ্যাপলের নোটবুক নবায়িত করা হচ্ছে। নোটবুক ও ম্যাকবুক প্রোর প্রসেসর দ্রুত গতির হবে এবং হার্ড ড্রাইভও হবে দ্রুত গতির। ম্যাকবুক প্রোর গ্রাফিক্সও হবে দ্রুতগতির। য় ডেস্কটপ এ্যাপল এক নতুন আইম্যাক প্রেগরও ঘোষণা দিয়েছে যা ডিসেম্বরে পাওয়া যাবে। এ্যাপল স্পষ্টতই তার ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারকে গেম ডেভেলপারসহ সৃজনশীল পেশাজীবীদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে। য় কন্ট্রোল সেন্টার এ্যাপল আইওএসএর কন্ট্রোল সেন্টার অর্থাৎ যে প্যানেলটি দিয়ে ভলিউম, উজ্জ্বলতা ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় সেটি ঢেলে সাজানো হচ্ছে। কন্ট্রোল সেন্টারটি বড় করা হচ্ছে এবং কিছু কিছু কাজ বাদও দেয়া হচ্ছে। য় এ্যাপল পে কোম্পানি এ্যাপল পে’তে ব্যক্তিপর্যায়ে পেমেন্টের বৈশিষ্ট্য যোগ করেছে। যেমন ধরুন একটি বার্তায় বলা হয়েছে ‘তুমি আমার কাছে এক শ’ টাকা পাও।’ বার্তাটি আপনা থেকেই একটা পরামর্শ এ্যাপল পে’তে যুক্ত করবে যেখানে বলা হবে ‘আপনাকে এক শ’ টাকা দিতে হবে।’ য় ভয়েস এ্যাসিস্টেন্ট সিরি আরও কিছুটা স্বাভাবিকরূপে নারী-পুরুষ কণ্ঠে কথা বলবে এবং এক ধরনের মেশিন লার্নিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে ব্যবহারকারী যে এ্যাপটি ব্যবহার করতে চাইবে সে সম্পর্কে বলবে। য় জিপিএস ম্যাপসের গুটিকয়েক আপডেট আছে। ম্যাপস এ্যাপ এখন আপনি যে পথ ধরে গাড়ি চালাচ্ছেন তার গতিসীমা প্রদর্শন করবে এবং কোন্ লেনে যাওয়া উচিত তা জানাবে। ব্লুট্রুথ ও ওয়াইফাই কাজে লাগিয়ে ম্যাপস এ্যাপ আপনি যখন গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন তখন আপনাকে ট্র্যাক করে ‘ডুনট ডিসট্রাব’ মোডটি চালু করার অপশন দেবে। যারা আপনাকে কোন মেসেজ পাঠাচ্ছে তারা তখন আপনা থেকেই দেখতে পাবে এই বার্তা যে আপনি ড্রাইভ করছেন এবং আপনি সেক্ষেত্রে প্রেরকের বার্তাটি পরে দেখবেন। যদি জবাব আসে ‘জরুরী’ সেক্ষেত্রে বার্তাটি জরুরী শব্দ যুক্ত হয়ে আসবে। য় এ্যাপ স্টোর এ্যাপ স্টোরও সমৃদ্ধ করা হচ্ছে। এতে গেমের ট্যাব থাকবে, দিনের উল্লেখযোগ্য এ্যাপস থাকবে এবং নন-গেমিং এ্যাপসেরও ট্যাব থাকবে। য় এআর এ্যাপল আইফোনে আরও বেশি মেশিন লার্নিং ক্ষমতা যুক্ত করছে। যার বদৌলতে ডেভেলপাররা বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত এ্যাপস তৈরি করতে পারবে। য় নতুন আইপ্যাড প্রো মডেল এ্যাপল আইপ্যাড প্রো লাইনও আপডেট করেছে। মূল স্ক্রিনের সাইজ আগের ৯.৭ ইঞ্চি থেকে বেড়ে সাড়ে দশ ইঞ্চি হয়েছে। প্রথম চালু হওয়ার সময় থেকেই আইপ্যাডের মূল স্ক্রিনের সাইজ ৯০৭ ইঞ্চিই ছিল। সাড়ে ১০ ইঞ্চির মডেল এবং এর চেয়ে বড় ১২.৯ ইঞ্চি মডেলে ড্যাটা ধারণ করার জায়গাও হবে দ্বিগুণ। বৃহত্তর মডেলে ৫১২ গিগাবাইট ধারণ করা হবে। আইপ্যাড প্রোতে আইওএস ১১-এর কিছু প্রোডাকটিভিটি বৈশিষ্ট্য থাকবে।
×