ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতেই দুই শিক্ষার্থীর আত্মহত্যা, চকে দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:১৩, ৮ জুলাই ২০১৭

রাজধানীতেই দুই শিক্ষার্থীর আত্মহত্যা, চকে দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় এক শিক্ষার্থীসহ তিন যুবক আত্মহত্যা করেছে। এদিকে চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রামপুরায় আতিকুর রহমান (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। নিহত আতিকুর রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্র ছিল। তার বাবার নাম আতাউর রহমান। সে পশ্চিম রামপুরার ২১৩ নম্বর বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত। নিহতের মা আসমা বেগম জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে আতিকুর তার রুমে ঘুমাতে যায়। সকালে সে রুম থেকে বের হয়। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে তাকে রুমের ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখা যায়। পরে ছেলে আতিকুরকে তড়িঘড়ি করে সেখান থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে ছেলে আতিকুর আত্মহত্যা করেছে। তা তিনি জানাতে পারেননি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যাতা স্বীকার করে জানান, পরে দুপুরে ঢামেক মর্গে আতিকুরের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একইদিন দুপুরে বাড্ডা থানার বড় বেরাইত নয়াবাড়ি এলাকায় একটি তিনতলা ভবনের ছাদ থেকে বাবু মিয়া (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, ওই বাসার ছাদে রডের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বাবু মিয়ার বাবা আব্দুল খালেক পুলিশকে জানান, তার ছেলে মাদকাসক্ত ছিল। বাবার ধারণা, বৃহস্পতিবার রাত ২টার পর থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে বাবু ছাদের রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। অন্যদিকে একই সময়ে রাজধানীর বংশালে সাতরোজা এলাকা থেকে তামিম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। দুপুর ১টার দিকে পুলিশ লাশটি সাতরোজা একটি বাস থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের পরিবারিক সূত্র জানায়, তামিম মাদকাসক্ত ছিল। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন। তা তারা জানাতে পারেননি। এ ব্যাপারে বংশাল থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। দগ্ধ একজনের মৃত্যু রাজধানীর চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে দগ্ধ মোঃ মাসুমের (৩৭) মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যুর সঙ্গে শুক্রবার ভোরেরদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা ইউনিটতে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, নিহত মাসুমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ মামুনের শরীরের ১৮ শতাংশ, শামীমের ২৮ শতাংশ, জাকির হোসেনের ২৫ শতাংশ ও কাশেমের ১৬ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বাচ্চু মিয়া জানান, গত রবিবার বেলা সোয়া ১২টার দিকে লালবাগের রয়েল হোটেলের বিপরীত দিকে তাবা ইলেট্রনিক্স নামের একটি দোকানে বিকট শব্দে আগুন লাগলে। ওই সময় দোকানে থাকা দোকান মালিক মামুনুর রশিদ (৪০), তার বন্ধু মাসুম (৩৭), দোকান কর্মচারী শামীম হোসেন (৩৪), জাকির হোসেন (২৪) ও খরিদ্দার আবুল কাশেম (৬৫) দগ্ধ হয়। এসআই বাচ্চু মিয়া জানান, পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। তিনি দোকান মালিক মামুনুর রশিদের বন্ধু। চকবাজার থানার ওসি মামুনুর রশীদ তালুকদার জানান, আগুনে দোকানে রাখা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। অগ্নিকা-ে দোকানের মালিক-কর্মচারীসহ পাঁচজন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হলি আর্টিজানে জঙ্গী হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রীকে জাবিতে চাকরি প্রদান জাবি সংবাদদাতা ॥ গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী জঙ্গী হামলা প্রতিরোধ করতে গিয়ে নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউল করিমের স্ত্রী উম্মে সালমাকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার পদে এডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উম্মে সালমার হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের দেয়া আশ্বাসের ভিত্তিতে উম্মে সালমা প্রশাসনিক অফিসার পদে চাকরি চেয়ে আবেদন করেন। স্নাতকোত্তর ডিগ্রীধারী উম্মে সালমার প্রশাসনিক অফিসার পদে চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ৯০ দিনের জন্য দৈনিক ৫২৫ টাকা করে মাস্টাররোলে তৃতীয় শ্রেণির উচ্চমান সহকারীর পদে নিয়োগ দেয়।
×