ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০৫ টাকা চুরির অভিযোগে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৫৮, ৪ জুলাই ২০১৭

১০৫ টাকা চুরির অভিযোগে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ১০৫ টাকা চুরির মিথ্যা অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্র সৈকত হাওলাদার (১১) মারা গেছে। রবিবার সন্ধ্যায় ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সৈকত জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের হতদরিদ্র কৃষক নজরুল হাওলাদারের ছেলে এবং নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। সৈকতের মৃত্যুর খবর ছড়িয়ে পরায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার সকালে স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা প্রভাবশালী নির্যাতনকারীদের গ্রেফতার-পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। একই দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচীর ঘোষণাও করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, পড়াশোনার খরচ চালাতে হতদরিদ্র বাবার সন্তান সৈকত দিনমজুরের কাজ করত। প্রায় দেড় মাস পূর্বে পার্শ্ববর্তী সোহাগ গোমস্তার বাড়িতে কাজে যায় সৈকত। সে সময় ১০৫ টাকা চুরির মিথ্যা অভিযোগে শাহজাহান গোমস্তার ছেলে সোহাগ ও তার ভাই মহসিন, আসলাম ও মিজান গোমস্তা সৈকতকে একটি গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানসিক নির্যাতন করে। এ সময় সৈকতের মাথা গাছের সঙ্গে বার বার আঘাত করায় সৈকত গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনরা সৈকতকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। তবে অবস্থার অবনতি হলে শনিবার রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে সৈকতকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় সৈকত মারা যায়। এ ঘটনায় নিহত সৈকতের চাচা বাদী হয়ে ওইদিন রাতেই উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
×