ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগের রায় নিয়ে আওয়ামী লীগের সতর্ক প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জুলাই ২০১৭

আপীল বিভাগের রায় নিয়ে আওয়ামী লীগের সতর্ক প্রতিক্রিয়া

বিশেষ প্রতিনিধি ॥ সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আপীল বিভাগের রায় নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু এটুকু বলেন, আপীল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর দলীয়ভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে। তবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ের ফলে মুক্তিযুদ্ধের চেতনার মূলভিত্তি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেল। সুপ্রীমকোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখেছে। এ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপীল সোমবার খারিজ করে দিয়েছেন আপীল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ঐকমত্যের ভিত্তিতে এ রায় দেন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত সঙ্গীতজ্ঞ করুণাময় গোস্বামীর মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকরা এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে। তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপীল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর দলীয়ভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে। এর বাইরে এখন আর কিছুই বলতে চাই না। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জনকণ্ঠকে বলেন, সর্বোচ্চ আদালতের রায় নিয়ে বলার কিছুই নেই। তবে শুধু এটুকু বলতে পারি, এ রায়ে জাতি কিছুটা হলেও হতাশ হবে। সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সকলের উর্ধে। মহামান্য রাষ্ট্রপতিকে যেখানে অভিশংসনে ক্ষমতা সংসদের থাকে, সেখানে বিচারপতিদের অভিশংসন করার ক্ষমতা না থাকাটা কতটুকু যৌক্তিক সেটা ভেবে দেখার বিষয়। আমার মনে হয়, এই রায়ের ফলে মুক্তিযুদ্ধের চেতনার যে ৭২-এর সংবিধান, সেটাতে ফিরে যাওয়ার পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেল।
×