ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়ক ক্রিকেট কোচের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৫৪, ৩ জুলাই ২০১৭

যৌন নিপীড়ক ক্রিকেট কোচের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ যৌন নিপীড়ক ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুকে আজীবন বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট সংবাদ সম্মেলন করেছে। রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ ছাড়াও সংবাদ সম্মেলনে জোটের সদস্য সচিব নুরুল মতিন সৈকতের পরিচালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অন্য নেতৃবৃন্দ। জোটের আহ্বায়ক লিখিত বক্তব্যে জানান, গত ১জুন দিনাজপুর বড় ময়দানে স্পোর্টস ভিলেজে বিসিবি নিযুক্ত ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু এক প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়ন করেন। আবু সামাদ মিঠুর বিরুদ্ধে ইতোপূর্বেও এ ধরনের ঘটনার অভিযোগ হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, লজ্জা ও ভয়ে নিপীড়িত প্রমীলা ক্রিকেটাররা নীরবে থেকে অনুশীলন ছেড়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে আবু সামাদ মিঠুকে জেলা ক্রীড়া সংস্থা তথা ক্রীড়াঙ্গন থেকে অপসারণসহ তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পরও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও প্রমীলা ক্রিকেটারদের নানাভাবে লোভ ও ভয়ভীতি দেখিয়ে আবু সামাদ মিঠু ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের যুগ্ম আহ্বায়ক নুরেফা আরজু, রেজাউর রহমান রেজু, কানিজ রহমান প্রমুখ। নেত্রকোনায় বাল্যবিয়ে প- নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ জুলাই ॥ সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের ফরিদপুর নয়াপাড়া গ্রামে রবিবার এক কিশোরীর বিয়ে বন্ধ করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের শহীদ মিয়ার মেয়ে নূরজাহান আক্তারের (১৫) সঙ্গে রবিবার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের মনফর আলী শেখের ছেলে মোজাম্মেলের (২০) বিয়ের আয়োজন করা হয়।
×