ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উড়োজাহাজ ভ্রমণে আবগারি শুল্ক বাড়ল

প্রকাশিত: ০৬:০৩, ৩ জুলাই ২০১৭

 উড়োজাহাজ ভ্রমণে আবগারি শুল্ক বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ আকাশপথ ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে সরকার। রবিবার থেকে আগের চেয়ে দ্বিগুণ আবগারি শুল্কে উড়োজাহাজের টিকেট কিনতে শুরু করেছেন আকাশপথের যাত্রীরা। বাড়তি শুল্কের কারণে আন্তর্জাতিক সব রুটে আকাশপথের ভাড়াও বেড়ে গেছে। এখন থেকে দেশের বাইরে যাতায়াতের জন্য উড়োজাহাজে উড়তে গেলেও প্রত্যেক ফ্লাইটে দ্বিগুণ আবগারি শুল্ক দিতে হবে। তবে দেশের অভ্যন্তরে ও সার্কভুক্ত দেশ ভ্রমণে টিকেটের ওপর বিদ্যমান শুল্ক অপরিবর্তিত থাকছে। অর্থ মন্ত্রণায়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ রুটে চলাচলের ক্ষেত্রে যাত্রীপ্রতি আবগারি শুল্ক ৫০০ টাকা, আন্তর্জাতিক রুটে সার্কভুক্ত দেশে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৫০০ টাকা, সার্ক ব্যতীত এশিয়ার অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীপ্রতি ২ হাজার টাকা এবং ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৩ হাজার টাকা ধার্য করা হলো। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী অভ্যন্তরীণ রুট ও সার্কভুক্ত দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক অপরিবর্তিত থাকলেও এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে তা ১ হাজার টাকা এবং বিশ্বের অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে দেড় হাজার টাকা বেড়েছে। নাশকতা মামলায় জয়নুল আবদিন ফারুক জেলে কোর্ট রিপোর্টার ॥ নাশতকার চার মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন শুনানি শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। গতকাল বিএনপির এই নেতা পল্টন থানার মোট ছয় মামলায় ঢাকা সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক চার মামলায় জামিনের আবেদন নামঞ্জুর এবং দুই মামলায় মঞ্জুর করেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়। মামলাগুলোয় বিএনপির আরও অনেক শীর্ষ নেতাও আসামি রয়েছেন। আসামিপক্ষে এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ প্রমুখ আইনজীবী জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।
×