ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জি-২০ সম্মেলনে প্রথম বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

প্রকাশিত: ০৫:৫৭, ১ জুলাই ২০১৭

জি-২০ সম্মেলনে প্রথম বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জি-২০ শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো বৈঠক করবেন। জার্মানিতে অনুষ্ঠেয় একটি সম্মেলনে এই দুই নেতা প্রথম পরস্পরের মুখোমুখি হবেন বলে বৃহস্পতিবার জানান, হোয়াইট হাউসে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার। খবর নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের। হোয়াইট হাউস ও ক্রেমলিন জানায়, জার্মানির হামবুর্গে আগামী ৭-৮ জুলাই জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট এক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। নির্বাচনী প্রচার চলাকালে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। পুতিনও ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন। এ নিয়ে মার্কিন রাজনীতিতে নানা সন্দেহ দানা বাঁধে। ট্রাম্পকে জয়ী করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ নিয়ে চরম অস্বস্তিতে রয়েছেন ট্রাম্প। ঠিক এমনই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রথম বৈঠকটি হতে যাচ্ছে। তাদের এই বৈঠক নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল রয়েছে। তবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলছেন ভিন্ন কথা। দুই নেতার মধ্যকার বৈঠকটিকে খুব গুরুত্ব দিতে নারাজ তিনি।
×