ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট খুলছে রবিবার

প্রকাশিত: ০৬:১১, ৩০ জুন ২০১৭

সুপ্রীমকোর্ট খুলছে রবিবার

স্টাফ রিপোর্টার ॥ সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশ শেষে ২ জুলাই রবিবার থেকে সুপ্রীমকোর্ট খুলবে। আইনজীবী ও বিচারপ্রার্থীদের আগমনে আবারও মুখর হবে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ। এদিকে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বেশ গুরুত্বপুর্ণ মামলার শুনানি রয়েছে। কিছু মামলার রায় ঘোষণা হবে। সারাদেশের মানুষের দৃষ্টি থাকবে সুপ্রীমকোর্টের দিকে। সর্বোচ্চ আদালতে শুরু হবে নিয়মিত বিচারিক কার্যক্রম। গত ৯ জুন থেকে সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময়ে জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রীমকোর্টের আপীল বিভাগে চেম্বারকোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এসব আদালতে অবকাশের সময় বিভিন্ন মামলা শুনানি ও নিষ্পত্তি হয়। এদিকে সুপ্রীমকোর্ট অবকাশের আগে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদ-ের অনুমোদন ও আসামিদের আপীলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। একই সঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের আপীল শুনানি শেষ হয়েছে, রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। নিম্ন আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা, রমনায় বোমা হামলা মামলার শুনানির মতো আলোচিত মামলার ভিড়ে জমজমাট থাকবে উচ্চ আদালত অঙ্গন।
×