ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে নারীসহ চারজনকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুন ২০১৭

রূপগঞ্জে নারীসহ চারজনকে পিটিয়ে আহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে প্রতিপক্ষের লোকজন নারীসহ চারজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা দাউদপুর ইউনিয়নের কালনী ও ভোলাব ইউনিয়নের কুড়িয়াল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছানাউল্লাহর মা ফাতেমা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মুন্না মিয়া, আল-আমিন কাজী, হাবিবুর রহমান হাবিসহ ৫/৭ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছানাউল্লাহ পথরোধ করে। পথরোধ করার কারণ জিজ্ঞাসা করলে হামলাকারীরা ছানাউল্লাহকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ছানাউল্লাহর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছানাউল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অপরদিকে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত মোক্তার হোসেন জানান, একই এলাকার আমিন, সোহাগ, আবু হাসান, রমিজ মিয়া, সোহাগের সঙ্গে মোক্তার হোসেনের ক্রিকেট খেলা হয়। এই খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে আমিন, সোহাগ, আবু হাসান, রমিজ মিয়া, সোহাগ ৪/৫ জন মিলে মোক্তার হোসেনকে পিটিয়ে আহত করে। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ আটক দুই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে প্রেমিকার হাত ধরে পালিয়ে যাওয়ার সময় এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে ওই প্রেমিকেরই বন্ধু। অপহরণের দুদিন পর পুলিশ বুধবার রাতে উপজেলার কামারগাঁও এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরে অপহরণকারী ও ওই ছাত্রীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কামারগাঁও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও বাঘড়া এলাকার মাগডাল গ্রামের কুয়েত প্রবাসী বাহাদুর মিয়ার মেয়ে কেয়া মনির (১৫) সঙ্গে পশ্চিম কামারগাঁও গ্রামের আকরাম পোদ্দারের ছেলে রুহুল আমিন (২০) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কেয়ামনি প্রেমের টানে গত ২৭ জুন সন্ধ্যায় রুহুল আমিনের কাছে চলে আসে। বিষয়টি টের পেয়ে পূর্ব বাঘড়া গ্রামের সোহরাব মোল্লার দ্বিতীয় স্ত্রীর বখাটে ছেলে আকাশ (২২) বন্ধু রুহুল আমিনকে সহায়তা করার অজুহাতে তার পাশে এসে দ৭াড়ায়। একপর্যায়ে আকাশ ও তার সহযোগীরা ওই রাতেই রুহুল আমিনের চোখ ফাঁকি দিয়ে কেয়ামনিকে অপহরণ করে। রুহুল আমিন উপায় না দেখে বিষয়টি কেয়ামনির পরিবারকে জানায়। পরদিন কেয়ামনির মা রহিমা বেগম বাদী হয়ে মেয়েকে অপহরণের অভিযোগে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ কামারগাঁও এলাকার নদীর পার থেকে কেয়ামনিকে উদ্ধার করে। পরে তার অপহরণকারী আকাশ ও প্রেমিক রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ জুন ॥ ঘাটাইলে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও চাপাতিসহ পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিল্কি কাজীকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে পৌরসভা গালর্স স্কুল রোডের নিজ বাসা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিল্কির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
×