ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গণিতে পাস নম্বর থাকার পরও ১৮ এসএসসি পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখানোর বিষয়ে রুল জারি

প্রকাশিত: ০৭:৪৮, ২৩ জুন ২০১৭

গণিতে পাস নম্বর থাকার পরও ১৮ এসএসসি পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখানোর বিষয়ে রুল জারি

স্টাফ রিপোর্টার ॥ গণিতে পাস নম্বর থাকার পরও এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল এ্যান্ড কলেজের ১৮ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বন্দর গার্লস স্কুলের অধ্যক্ষসহ ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। লক্ষ্মীপুর মাটিকাটা নিয়ে বিবাদের ঘটনা কেন্দ্র করে সালিশ বসিয়ে এক শ্রমিককে নাকে খত দেয়ার ঘটনায় চন্দ্র থানার ওসি ও দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে তলব করেছে হাইকোর্ট। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পাঁচজন সাক্ষীকে জেরা করার অনুমতি ও মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী। ১৮ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুল জারি করেন। বৃহস্পতিবার দুপুরে রিটকারীদের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আইনবহির্ভূতভাবে গণিত পরীক্ষায় অকৃতকার্য দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে মারিয়া ইসলাম, রোকেয়া আক্তার বিথী, সুমাইয়া আক্তারসহ ১৮ পরীক্ষার্থীর পক্ষে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত উপরোক্ত রুল জারি করে।
×