ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিডি চয়েসের ঈদ এ্যালবাম

প্রকাশিত: ০৭:২৬, ২২ জুন ২০১৭

সিডি চয়েসের ঈদ এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক এ্যালবাম প্রকাশ করে সঙ্গীত সংশ্লিষ্টদের চমকে দিয়েছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। এসব এ্যালাবামের মধ্যে পুরাতন ও জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের এ্যালবাম রয়েছে। এ্যালবাম ছাড়াও বেশ কিছু জনপ্রিয় গানের মিউজিক ভিডিও, নাটক ও চলচ্চিত্রের সিডি প্রকাশ করেছে সিডি চয়েস। এছাড়া বেশ কিছু সিঙ্গেল ট্রাক নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ঈদ আয়োজনের নানা তথ্য নিয়ে এ প্রতিবেদন। এ্যালবাম : ইমরান ও পড়শীর ডুয়েট গান ‘আবদার’। কথা- রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত- ইমরান। মিনারের কথায় তার একক গান ‘দূরে হারিয়ে’। সুর ও সঙ্গীত- সাজিদ সরকার। তানজিব সারোয়ারের একক গান ‘পাল ভাঙ্গা’। কথা ও সুর-তানজিব সারোয়ার এবং সঙ্গীত- সাজিদ সরকার। সোমেশ্বর অলির কথায় মিফতাহ জামানের একক গান ‘কত কিছু বাকি’। সুর ও সঙ্গীত- সাজিদ সরকার। তাহ্সীন আহমেদের একক গান ‘মন রঙের আঁচর’। কথা- আনোয়ার হোসেন আদর, সুর- তাহ্সীন আহমেদ ও সঙ্গীত- রেদওয়ান। তাহ্সীন আহমেদের একক গান ‘হাতে রেখে হাত’। কথা- আনোয়ার হোসেন আদর, সুর ও সঙ্গীত- তাহ্সীন আহমেদ। রাফি ও মৌটুসী কণ্ঠে ডুয়েট গান ‘এতটা ভালবাসি তোমায়।’ গীতিকার- অরূপ ও শাহ নেয়াজ। সুর ও সঙ্গীত- অরূপ। ঐশীর একক গান ‘আলতা রাঙা পায়’। কথা- এ কাদের, সুর- মিল্টন খন্দকার। সঙ্গীত- জে কে মজলিস। অর্পণের একক গান ‘অল্প কিছু কথা’। গানটির কথা, সুর ও সঙ্গীত তিনি নিজেই করেছেন। স্নেহাশীষ ঘোষের কথায় ইমরান ও ন্যানসির ডুয়েট গান ‘ঠিক বেঠিক’। সুর ও সঙ্গীত- ইমরান। মিলন ও আশফার ডুয়েট এ্যালবাম ‘একা একা ভাল লাগে না’। গীতিকার- জীবন মাহমুদ, রবিউল ইসলাম জীবন ও তারেক আনন্দ। সবগুলো গানের সুর- মিলন এবং সবগুলো গানের সঙ্গীত- এমএমপি রনি। গানের সংখ্যা ৩টি। গানের শিরোনাম- একা একা ভাল লাগে না, এতটা ভালবাসি ও প্রেমহীন। কাজী শুভর একক গান মেলা থেকে বউ এনে দে।’ কথা- রবিউল ইসলাম জীবন। সুর- কাজী শুভ এবং সঙ্গীত- রাফি। সোহেল রাজ ও স্মরণ এর ডুয়েট গান ‘মেঘ বালিকা’। কথা, সুর ও সঙ্গীত- সোহেল রাজ। কনা ও বেলাল খানেরডুয়েট গান ‘পাগলামী’। কথা- মারুফ আহমেদ। সুর ও সঙ্গীত- সুজন আরিফ। ক্রিকেট নিয়ে বাংলাদেশের গান ‘বাংলাদেশ এগিয়ে যাও। শিল্পী- ঐশী, নওমী, মেহেরাব, মেহেরাব জে আর ও মুসান্না। কথা- রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত- মুসান্না আহমেদ। রূপম ও মায়ার ডুয়েট গান ‘খুব খেয়ালে’। কথা- কাজী শাহীন। সুর ও সঙ্গীত- রবিন ইসলাম। সায়েরা রেজার একক গান ‘কেমন করে পত্র লিখি।’ কথা- মনমোহন কবিয়াল। সুরকার- বিদিত লাল দাস। সঙ্গীত- শিহাব রিপন। শেখ মিলন ও স্বরলিপির ডুয়েট গান ‘কবিতা’। কথা, সুর ও সঙ্গীত- শেখ মিলন। তানজিব সারোয়ারের একক গান ‘ডিজে রাজা’। কথা ও সুর- তানজিব সারোয়ার। গানটির র‌্যাপ ভার্সনের কথা- রাফসান আহমেদ। সঙ্গীত ডিজে রাহাত। আলামিনের বাউল ফোক গানের এ্যালবাম ‘রঙ্গশালা’। গানের সংখ্যা ৩টি। কথা- আক্তারুজ্জামান, আমিনুল ইসলাম ও আলামিন। সুর- আলামিন। সঙ্গীত- আহম্মেদ হুমায়ুন। গানের শিরোনাম- ভীষণ খড়া, রঙ্গশালা ও মন মানুষ। মিনারের একক গান ‘গতকাল’। কথা- রবিউল ইসলাম জীবন। সুর- মিনার। সঙ্গীত- ইমন। নিশাত আরিফিনের একক গান ‘বিনিময়’। কথা ও সুর- নিশাত আরিফিন। সঙ্গীত- অসিম রায় সঞ্জয়। নিশাত আরিফিনের একক গান ‘রূপকথা’। কথা ও সুর- নিশাত আরিফিন। সঙ্গীত- অসিম রায় সঞ্জয়। জেফরি খানের একক গান ‘যদি মনে পড়ে যায়’। কথা ও সুর- জেফরি খান । সঙ্গীত- সজিব দাস। জেড এ টিটোর একক গান ‘ওয়াদা’। সুর- শাওন গানওয়ালা। কথা ও সঙ্গীত- জেড এ টিটো। ইকরামের একক গান ‘বন্ধু’। কথা- মোঃ মেহেদী হাসান জনি। সুর ও সঙ্গীত- আশফাক টুলু। শাওন গানওয়ালার একক গান ‘তোমায়’। কথা- মোঃ মেহেদী হাসান জনি। সুর- রবিন এবং সঙ্গীত- অয়ন আবরার। ইমরান ও ঐশীর ডুয়েট গান ‘দ্য ক্রিকেট বাংলাদেশ’। কথা- ইফতেকার শুভ। সুর ও সঙ্গীত- আহমেদ হুমায়ূন। মিক্সড এ্যালবাম ‘মানুষ’। কথা, সুর ও সঙ্গীত- এপি তুষার। শিল্পী- কাজী শুভ, এপি তুষার, কনিকা, এমডি আকাশ, শিলা মনি, মাহফুজ সোহেল ও নওরীন। গানের সংখ্যা ৮টি। গানের শিরোনাম- মানুষ, মায়াবী চোখের, ওরে মন, তুমি কাছে এলে, মনটা বলেছে আজ, আঙাগীনাতে, এই মন ও মন কাঁদে। শিলা মনির একক এ্যালবাম ‘চঞ্চলা মন’। গীতিকার- ইসমাইল মানিক, বুলবুল, নূরুল ইসলাম সৈকত ও নাঈম মোঃ নূর। সুর ও সঙ্গীত- এপি তুষার। গানের সংখ্যা ৬টি। গানের শিরোনাম- মাটি, কি জাদু করিলা, নিজেকে আর, আইলা না, চঞ্চলা মন ও সুখ দিয়া সুখ। রবিন ইসলাম ও সাধনা মজুমদারের ডুয়েট গান ‘পাশের বাড়ির ছাদে’। কথা- কাজী শাহীন। সুর ও সঙ্গীত- রবিন ইসলাম। রাফির একক গান ‘স্বপ্ন ঘুড়ি’। কথা- আনোয়ার হোসেন আদর। সুর ও সঙ্গীত- অরপ। রহিদের একক গান ‘নিদাগিরে (মেল ভার্সন)’। কথা ও সুর- বাউল রশিদ উদ্দিন। সঙ্গীত- জে কে। মিউজিক ভিডিও : কাজী শুভর ভিডিও গান ‘মেলা থেকে বউ এনে দে।’ ভিডিও নির্মাতা- সৈকত নাসির। মডেল -আইরিন ও সুপ্ত। তাহসান খানের ‘মন কারিগর’। ভিডিও নির্মাতা- চন্দন রায় চৌধুরী। তানজিব সারোয়ার এর ভিডিও গান ‘ডিজে রাজা’। ভিডিও নির্মাতা- সুবব্রত সরকার। সাফায়েতের ভিডিও গান ‘নয়নের জল’। ভিডিও নির্মাতা- সৈকত রেজা। নাটক : নাটকের নাম ‘ভেলকিবাজি’। পরিচালক -ইদ্রিস হায়দার। অভিনয়ে- এটিএম শামসুজ্জামান, ফারুক আহমেদ, শামিমা নাজনীন। নাটক ‘বোকা আবুল’। পরিচালক- দেলোয়ার হোসেন দিলু। পর্ব-। অভিনয়ে- আ খ ম হাসান, শামীম, শফিকুল ইসলাম দিলু, শম্পা। নাটক ‘সরল প্রেম’। পরিচালক- শাহরিয়ার সুমন। একক নাটক। অভিনয়ে- মীর সাব্বির, অহনা, কচি খন্দকার। নাটক নাম ‘খালি কলসি বাজে বেশি’। পরিচালক- আকাশ রঞ্জন। অভিনয়ে- এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, হাসান মাসুদ। নাটক ‘জাপানী ভিসা’। পরিচালক- মেহেদি হাসান হৃদয়। অভিনয়ে- সাজু খাদেম, মিশু সাব্বির, ভাবনা, তমাল। নাটক ‘রসগোল্লা’। পরিচালক- সোহাগ কাজী। অভিনয়ে- মীর সাব্বির, ড. এজাজ, অহনা, চিত্র লেখা গুহ। চলচ্চিত্র : ‘সুলতানা বিরিয়ানা’। পরিচালনা- হিমেল আশরাফ। অভিনয়ে- বাপ্পী, আঁচল, অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম ও মামুনুর রশীদ। ‘প্রিয়া আমার জান।’ পরিচালনা- রাজু চৌধুরী। অভিনয়ে- শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর ও আলী রাজ। ‘টাইগার নম্বর ওয়ান’। পরিচালনা- শাহীন সুমন। অভিনয়ে- শাকিব খান, সাহারা, অমিত হাসান, নিপুণ ও মিশা সওদাগর। ‘ইউটার্ন’। পরিচালনা- আলভী আহমেদ। অভিনয়ে- শিপন, আইরিন, তারিক আনাম খান, প্রসূন আজাদ, মিশা সওদাগর ও আরশাদ আদনান। দর্শকরা এই গান, নাটক ও সিনেমাগুলো সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেমন- গানগুলো দেখতে পাবে ‘সিডি চয়েস’ নামক চ্যানেলে, নাটকগুলো দেখতে পাবেন ‘সিডি চয়েস ড্রামা’ চ্যানেলে এবং সিনেমাগুলো দেখতে পাবে ‘সিডি চয়েস মুভি ধামাকা’ নামক চ্যানেলে।
×