ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবাকে শেকলে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৬:৪৬, ২২ জুন ২০১৭

বাবাকে শেকলে বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মধুগ্রামে মধ্যযুগীয় কায়দায় ৭০ বছর বৃদ্ধের পায়ে শেকল বেঁধে নির্যাতন চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে ওই এলাকায় হৈচৈ পড়ে গেছে। শেকল বেঁধে নির্যাতন করছে আর কেউ নয় বৃদ্ধের সন্তানরা। নির্যাতিত বৃদ্ধের নাম কেরামত আলী মোল্লা। জমি বিক্রি করে ফেলতে পারেন এ আশঙ্কায় এ পৈশাচিকতা চলছে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানায়, মধুগ্রামের কেরামত আলীর প্রথম স্ত্রীর মৃত্যুর পর তার সন্তানরা বৃদ্ধের ভরণপোষণ বন্ধ করে দেয়। ফলে তিনি অসহায় হয়ে পড়েন। অসহায়ত্ব কাটাতে দেড় বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এর জের ধরে সন্তানদের সঙ্গে তার দূরত্ব আরও বাড়তে থাকে। ছেলেরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। ছেলেদের রোষানল থেকে বাঁচতে তিনি অন্য জমিতে ঘর বেঁধে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। এক পর্যায়ে অর্থাভাবে তার ১৬ বিঘা জমি থেকে ১ বিঘা জমি বিক্রির সিদ্ধান্ত নেন। ১৫ লাখ টাকায় বিক্রির কথাবার্তা চলতে থাকে এক ক্রেতার সঙ্গে। জমি বিক্রির বিষয়টি তার ছেলে রং মিস্ত্রি আবু তালেব ও কালেক্টরেট মার্কেটের একটি কাপড়ের দোকানের সেলসম্যান রেজাউল ইসলাম জানতে পারেন। তারা তেলে বেগুনে জ্বলে ওঠে ১৮ জুন এশার নামাজ শেষে রাস্তা থেকে বাবাকে তুলে এনে বাড়ির বারান্দায় শেকল দিয়ে বেঁধে রাখে। এভাবে ৪ দিন ধরে শেকল বাঁধা অবস্থায় তিনি পড়ে আছেন। ছেলেদের নির্দেশে তাকে খোলা জায়গায় পায়খানা-প্রস্রাব করতে হচ্ছে। বিষয়টি যেমন অমানবিক তেমনি ঘৃণ্য। এলাকার ইউপি মেম্বর আব্দুস সালামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং সেখানে লোক পাঠানো হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনগত সব রকম সহযোগিতা দেয়া হবে।
×