ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিল মালিকদের সিন্ডিকেটে বেড়েছে চালের দাম

প্রকাশিত: ০৬:৩৭, ২২ জুন ২০১৭

মিল মালিকদের সিন্ডিকেটে বেড়েছে চালের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর নির্দেশে চাল আমদানির শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে চালের ওপর থেকে শুল্ক কমছে শতকরা ১৮ টাকা। এতে প্রতি কেজি মোটা চালের দাম কমার কথা কমপক্ষে ৬ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর শুল্ক হ্রাসের প্রভাব পাওয়া যাবে বাজারে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, সোমবার (১৯ জুন) দিবাগত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে চালের ওপর আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ করা হয়েছে। সরকার প্রত্যাশা করছে এতে প্রতি কেজি মোটা চালের দাম কমবে কমপক্ষে ৬ টাকা। তবে বাজার ঘুরে এখনও চালের দাম কমার কোন লক্ষণ দেখা যায়নি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে চালের কোন সঙ্কট নেই। কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। কিন্তু কয়েকজন বড় ব্যবসায়ী আমাদের সহযোগিতা করেননি।’ সম্প্রতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে চালের দাম। এর ফলে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশ চালের মূল্য এখন শীর্ষে। সরকারী বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, স্বাধীনতার পর ২০০৭ এবং ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মোটা চালের কেজি ৪০ টাকা এবং চিকন চাল ৫৬ টাকায় উঠেছিল। সেই থেকে বাড়তে থাকা চালের দাম আজও স্থিতিশীল হয়নি। এখন ৫০ টাকার নিচে মোটা চাল ও ৬৫ টাকার নিচে চিকন চাল বাজারে নেই। বাজার ঘুরে দেখা গেছে, গত ৫ মাসে চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতি মাসেই সব ধরনের চালে কেজিপ্রতি দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা ও চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। বাজারে এখন প্রতি কেজি বিআর-২৮ চালের কেজি ৫২ থেকে ৫৬ টাকা। আর পাইজম চালের কেজি ৫০ থেকে ৫৪ টাকা। অথচ জানুয়ারিতেও এই দুই প্রকার চালের দাম ছিল ৪৬ থেকে ৪৮ টাকা। আর গত বছরের এ সময় দাম ছিল ৪০ থেকে ৪২ টাকা। এক বছরে মাঝারি মানের এ চালের দাম বেড়েছে ১৯.৫১ শতাংশ। বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, মিলারদের কারসাজিতে বেড়েছে মোটা চালের দাম। চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি করলেও তা ইতিবাচক প্রভাব ফেলতে পারছে না। যদিও সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে আমদানিকৃত চাল বাজারে এসে পৌঁছালেই বাজার স্বাভাবিক হবে। কিন্তু এখনও সরকারীভাবে আমদানি করা চাল দেশে আসেনি।
×