ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে বিএনপি নেতা জাফরুলের গাড়ি ভাংচুর ॥ আহত ৬

প্রকাশিত: ০৬:২৩, ২১ জুন ২০১৭

বাঁশখালীতে বিএনপি নেতা জাফরুলের গাড়ি ভাংচুর ॥ আহত ৬

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২০ জুন ॥ ঝিমিয়ে পড়া রাজনৈতিক কর্মকা- ও দীর্ঘদিন ত্যাগী নেতাকর্মীদের রোষানলে পড়েছেন বিএনপির সাবেক এমপি ও মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার ব্যক্তিগত গাড়ি ভাংচুরও করেছেন। হামলায় আহত হয়েছে অন্তত ৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলার পৌর সদরের মিঞার বাজার প্রধান সড়ক এলাকায় সাবেক মন্ত্রীর গাড়িবহর ব্যারিকেড দিয়ে ত্যাগী নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মিঞার বাজার এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলা বিএনপির একটি অংশের আয়োজনে পৌর সদরের গ্রীনপার্ক কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ইফতার মাহফিলে বিএনপির সাবেক বন ও পরিবশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে যাওয়ার পথে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের রোষানলে পড়েন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাফরুল ইসলাম চৌধুরীকে গাড়িবহর থেকে নামানোর চেষ্টা চালালে তার সঙ্গে থাকা দলীয় লোকজন কোন রকম তাকে রক্ষা করে দ্রুত ঘটনাস্থল হতে তাকে সরিয়ে নিয়ে যান। সরিয়ে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার গাড়িবহরে ইটপাটকেল ছুড়ে মারে। ইটপাটকেলের আঘাতে অন্তত ৬ নেতাকর্মী আহত হয়। উত্তেজিত নেতাকর্মীরা এ সময় তার গাড়ি ভাংচুর করে। ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা দৈনিক জনকণ্ঠকে জানান, জাফরুল ইসলাম চৌধুরী দলের ত্যাগী নেতাকর্মীদের ছাড়া নব্য বিএনপির কিছু কর্মী দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। তাই দলের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িবহর থামানোর চেষ্টা চালানো হয়।
×