ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইব্রাহিম ডায়াবেটিস জাদুঘর গড়ে তোলা হচ্ছে

প্রকাশিত: ০৬:০৯, ১৯ জুন ২০১৭

ইব্রাহিম ডায়াবেটিস জাদুঘর গড়ে তোলা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ সবার সহযোগিতায় গড়ে উঠছে ‘ইব্রাহিম ডায়াবেটিস জাদুঘর’। মানবিক বিবেচনায় ডায়াবেটিস বিষয়ে মানুষকে সচেতন করতেই এই জাদুঘর গড়ে তোলার মূল উদ্দেশ্য। জাদুঘরটি নির্মিত হবে ঢাকা থেকে ২০ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাব এলাকার রূপসী বাসস্ট্যান্ডের কাছে প্রিমা টাওয়ারের পঞ্চম থেকে নবম তলা পর্যন্ত। মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতাল (বারডেম) গড়ে তুলেছেন। তারই নামে বাংলাদেশে প্রথমবারের মতো পৃথকভাবে আন্তর্জাতিক মানের এই জাদুঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে ভবনটির চতুর্থ তলার নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে চার কোটি এবং দ্বিতীয় পর্যায়ে দুই কোটি টাকা ব্যয়ে সকলের আর্থিক সহযোগিতায় জাদুঘরের কাজ সম্পন্ন করা হবে। রবিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাদুঘরে থাকছে ডায়াবেটিস চিকিৎসা এবং সচেতনতা কার্যক্রমসহ ২৬টি বিভাগ। বিভাগগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক ডায়াবেটিক চিকিৎসা কেন্দ্র, ভ্রাম্যমাণ ডায়াবেটিস চিকিৎসা ও জাদুঘর বাস, ডায়াবেটিস সচেতনতা কার্যক্রম, পাঠাগার, গবেষণাগার, শিশু প্রান্তর, ব্যায়ামাগর, শিক্ষার্থী পরিদর্শন ও পরিদর্শন বাস, বিশ্ব ডায়াবেটিসের ইতিহাস প্রদর্শন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইতিহাস প্রদর্শন, সর্বশেষ ডায়াবেটিস চিকিৎসার আবিষ্কার প্রদর্শন, বেন্টিং ও বেস্ট গ্যালারি, ইব্রাহিম গ্যালারি, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন গ্যালারি, সম্মাননা প্রদান, সেমিনার হল, প্রামাণ্যচিত্র প্রদর্শন, অতিথিশালা, রেস্টুরেন্ট, মাসকট, সংগ্রহ শাখা, স্যুভেনির শপ, প্রেস, প্রকাশনা ও জনসংযোগ, ইব্রাহিম ডায়াবেটিক ক্লাব অনলাইন, ইন্টার্নশিপ এবং ডায়াবেটিস উৎসব। ইব্রাহিম ডায়াবেটিক জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, ভাইস-চেয়ারম্যান হলেন অধ্যাপক কিশোয়ার আজাদ ও খুরশীদা আহমেদ পলি। বোর্ডের সদস্যরা হলেনÑ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জাতীয় জাদুঘরের ডেপুটি কিপার ড. নিরু শামসুন্নাহার, খলিল উল্লাহ খান ফাউন্ডেশনের মহাসচিব আয়েশা খানম, ডায়াবেটোলজিস্ট ডাঃ মোহাম্মদ শাহ আলম ও সমাজসেবক ফাহমিদা খানম। জাদুঘরের সেক্রেটারির দায়িত্বে মাহবুবুল আলম তারু ও কোষাধ্যক্ষ হিসেবে আছেন প্রভা আলম। আর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সসের প্রফেসর এ্যামেরিটা অধ্যাপক হাজেরা মাহতাবকে প্রধান করে ৯ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
×