ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভৈরবে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে ডিবি আটক, পুলিশ গিয়ে উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৯, ১৫ জুন ২০১৭

ভৈরবে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে ডিবি আটক, পুলিশ গিয়ে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৪ জুন ॥ বুধবার রাত নয়টার দিকে শহরের পলতাকান্দা এলাকায় আসামি ধরতে গেলে জেলাডিবি পুলিশের কয়েক সদস্যকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ আটক ডিবি পুলিশদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ কাউকে ধরতে পারেনি। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে জেলাডিবি পুলিশের একটি দল আসামি ও মাদক ব্যবসায়ী ধরতে শহরের পলতাকান্দা এলাকায় নোয়াজবেপারির বাড়িতে যায়। সেখানে ডিবির সোর্স এক ব্যক্তিকে আটক করে তার সঙ্গে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে দাবি করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ডিবি পুলিশের দলটিকে ঘেরাও করে। তাদের আটক করে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করতে গেলে জনতা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপে আটক ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরির্দশক ওসমান গনি ঘটনার সততা স্বীকার করে বলেন, আসামি ধরতে গিয়ে একটু ঝামেলা হয়েছিল।
×