ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডেমো ঢাকাতে সম্ভাবনাময় আইটি স্টার্টআপ

প্রকাশিত: ০৬:৪৩, ১০ জুন ২০১৭

ডেমো ঢাকাতে সম্ভাবনাময় আইটি স্টার্টআপ

ছোট্ট একটা ইলেক্ট্রনিক্স ডিভাইস গ্যাস লিক শনাক্ত করে বাঁচিয়ে দিতে পারে হাজার প্রাণ, মোবাইল এ্যাপে স্বাস্থ্য সেবা, সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, ডেটা অ্যানালিটিক্স প্লাটফর্ম, সহজ রিক্রুটিং সিস্টেম, ইউটিউবের সেরা ভিডিও কিংবা রুটি বানানোর ই-কমার্স প্লাটফর্ম; এর সবকিছুই ছিল শেষ হয়ে যাওয়া ডেমো ঢাকাতে। ‘হাব ঢাকা’র আয়োজনে নিজেদের দারুণ সব আইডিয়া এবং প্রোটোটাইপ নিয়ে হাজির হয়েছিল সম্ভাবনাময় আইটি স্টার্টআপ। নিউজক্রিডে অনুষ্ঠিত ইভেন্টটিতে আমন্ত্রিত অতিথিদের সামনে উপস্থাপন করা আটটি স্টার্টআপ সম্পর্কে জেনে নেয়া যাক। ম্যাজিক রুটি মেকার ॥ ই-কমার্স প্লাটফর্ম ম্যাজিক রুটি মেকার তাদের ডিভাইস দিয়ে রুটি বানানো মাত্র কয়েক সেকেন্ডের কাজে রূপান্তরিত করেছে। অনলাইন সাইটটি থেকে দুটি মডেলের রুটি মেকার অর্ডার করে ঘরের কাজকে আরও সহজ করে ফেলতে পারেন। মেডিক্যাল সেবা ॥ মোবাইল এ্যাপের মাধ্যমে ঘরে বসেই মেডিক্যাল সেবা গ্রহণ করতে পারবেন। লাইভ ভিডিও, ডক্টরস এ্যাপয়েন্টমেন্ট ছাড়াও প্রেসক্রিপশনের ছবি তুলে ডাক্তারের কাছে পৌঁছে দেয়ারও এক্সক্লুসিভ সেবা দিচ্ছে এই স্টার্টআপটি। ইউনিগিগ ॥ অফিসের কর্মী নিয়োগকে আরও সহজ করে দিচ্ছে ইউনিগিগ। শুধু সিভি স্ক্রিনিংই নয় আবেদনকারীর আবেদন অনুযায়ী দক্ষতা আছে কিনা সেটা নিজেরাই পরীক্ষা করে যে কোন প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়াকে খুব বেশি সহজ করে দিচ্ছে। এতে করে হাজার হাজার সিভি ঘেঁটে ইন্টারভিউ নেয়ার মতো ঝামেলায় পড়তে হচ্ছে না প্রতিষ্ঠানগুলোকে। টপ টিউব ॥ যারা দিনের অনেকটা সময় ইউটিউবে গান দেখে কিংবা শুনে কাটান তাদের জন্য দারুণ এক এ্যাপ টপ টিউব। সারাদিনের কিংবা এক সপ্তাহে ইউটিউবে দেখা বাংলা, হিন্দি কিংবা আন্তর্জাতিক সেকশনের সেরা গানগুলোর একটি প্লে-লিস্ট করে দেয় এই এ্যাপ। ইউটিউব এ্যাপের চেয়েও হালকা এই এ্যাপ দিয়ে গান রি-প্লে করারও সুযোগ থাকছে। সোশিয়ান ॥ নিজেদের প্লাটফর্মে ‘বাংলা এবং বাং-লিশ (ইংরেজী অক্ষরে বাংলা লেখা) ভাষার ডেটা এ্যানালাইসিস’ সংযোজন করে অন্য স্টার্টআপের চেয়ে নিজেদের আলাদা করেছে সোশিয়ান। সোশ্যাল মিডিয়ায় কোন কোম্পানিকে নিয়ে কি ধরনের আলোচনা চলছে তার ডেটা তুলে ধরছে সম্প্রতি জিপি এ্যাকসেলারেটর থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা স্টার্টআপটি। শুধু তাই নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পেজের দিক থেকে প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে লাইক, কমেন্ট এবং পোস্ট রিচের তুলনা করা বানানো রিপোর্টও তৈরি করে দিচ্ছে স্টার্টআপটি। টেক গিকস ॥ যারা সাইন ল্যাংগুয়েজ ব্যবহার করে যোগাযোগ স্থাপন করেন তাদের ভাষাকে আরও সহজভাবে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছে টেক গিকসের ডিভাইসটি। ইউএসবি কেবলের মাধ্যমে এই ডিভাইস কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে ওয়েব ক্যামের মাধ্যমে যে কেউ সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যোগাযোগ স্থাপন করতে পারবেন। স্পেশাল ডিজেবলদের যোগাযোগ স্থাপনে প্রয়োজনীয় এই ডিভাইসটি স্টার্টআপটির সাইট থেকেই প্রি-অর্ডার করা যাচ্ছে। স্নিফার ॥ ঘর, অফিস কিংবা ইন্ডাস্ট্রিতে প্রায়ই দেখা যায় গ্যাস লিক হওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। নিজেদের অজন্তাতেই কিংবা অসতর্কভাবে রান্না চুলা থেকে গ্যাস নির্গত হচ্ছে। স্নিফার ডিভাইসটি সেই গ্যাসের গন্ধ পেলেই একটি এ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে দেবে। অত্যন্ত উপকারী ছোট্ট এই ডিভাইসটি তৈরি করেছে ‘জলপাই’ নামে সফটওয়ার কোম্পানি। ইতোমধ্যে কোম্পানিটি প্রথম ব্যাচের সব স্নিফার ডিভাইস বিক্রির প্রি-অর্ডার পেয়ে গেছে। মেঘদূত ॥ যে কোন কোম্পানির বিভিন্ন ডেটা কে খুব সহজেই এ্যানাইলিস করে দিচ্ছে স্টার্টআপটি। কোম্পানির হাজার হাজার ডেটার মাঝে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবে স্টার্টআপটি। কোম্পানির কর্মীদের জন্য নিজস্ব ড্যাশবোর্ড এবং কাস্টমার অ্যানালিটিক্স সুবিধাও যুক্ত করতে সক্ষম এই স্টার্টআপটি। বিজনেস ডেটা অ্যানালাইসিসকে সহজ করে দেয়া এই স্টার্টআপটি এখন কাজ করছে জিএসকে, আজকের ডিল এবং শিউরক্যাশের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। সূত্র ॥ এসডি এশিয়া
×