ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ॥ মুহিত

প্রকাশিত: ০৪:১২, ১০ জুন ২০১৭

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শুক্রবার সদর উপজেলা পরিষদে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গণতন্ত্রের রক্ষা কবজ হচ্ছে নির্বাচন। আগামী বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনে জনগণ প্রার্থীদের শিক্ষা দিতে পারেন। প্রার্থীরা জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করলে নির্বাচনে তাকে প্রত্যাখ্যান করেন আর ভাল কাজ করলে তাকে গ্রহণ করেন। গত ৮ বছর ধরে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারপ্রধান শেখ হাসিনারও একমাত্র লক্ষ্য জনকল্যাণ। শেখ হাসিনার এই অবদানের কথা আগামী নির্বাচনে মনে রেখে সাধারণ মানুষকে নৌকা প্রতীকে ভোট দেয়ারও আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আছি, তবে দাঁড়াব কি-না সেটা পরে দেখা যাবে। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আগামী নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে শতভাগ আশাবাদও ব্যক্ত করেন। বিভিন্ন সময়ে অর্থমন্ত্রী একাধিক অনুষ্ঠানে আগামী নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেছিলেন। ছোট ভাই জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবুল মোমেনকে প্রার্থী হিসেবেও তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সিলেটে মেডিক্যাল বিশ^বিদ্যালয় স্থাপনে সবচেয়ে বড় বাধা ছিল জায়গা। জায়গার সমস্যার সমাধান হয়ে যাওয়ায় এ বছরই মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন। মন্ত্রী সকালে মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের সম্ভাব্য জায়গাও পরিদর্শন করেন। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ জুন ॥ শুক্রবার বাদ জুমা সাপাহারে ২ কোটি ৯ লাখ ৭২হাজার টাকা ব্যয়সাপেক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার জিরো পয়েন্টে এই কমপ্লেক্্র ভবনের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওমর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ম-লসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন। বাইসাইকেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৯ জুন ॥ গ্রামপুলিশের দায়িত্ব ও কর্তব্যে গতি বৃদ্ধিসহ তাদের কর্তব্য কাজে আরও উৎসাহিত করতে আদমদীঘি উপজেলা পরিষদের উদ্যোগে, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের সকল গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম গ্রামপুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন। এ সময় উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×