ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

দিনাজপুরে পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৬:২০, ৯ জুন ২০১৭

দিনাজপুরে পুলিশ কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত হয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সোনামুখী মোড়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পুলিশের ওই এএসআই গুরুতর আহত হয়। এএসআই ফজির আহমেদ (৩৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবাবগঞ্জ উপজেলার দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করে বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার মৃত্যু হয়। নিহত পুলিশ কর্মকর্তা ফজির আহমেদ দিনাজপুর সদর উপজেলার জামালপুর ছড়াকুড়ি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। কুমিল্লায় ব্যবসায়ীসহ নিহত ২ নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার বালিবাড়ি গ্রামের সালাউদ্দিন ও একই উপজেলার ভোষণা গ্রামের তোফাজ্জল হোসেন আবুল। কুমিল্লা-সিলেট মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবু তাহের জানান, সালাউদ্দিন (২৪) কুমিল্লা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পিকআপযোগে দেবিদ্বারে ফেরার পথে জাফরগঞ্জ বাজারে চট্টগ্রামগামী চাল পরিবহনকারী বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী সালাহ উদ্দিন ও তার দোকানের কর্মচারী তোফাজ্জল হোসেন (৩৮) মারা যান। কালীগঞ্জে কলেজছাত্র স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালীগঞ্জে বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। তার নাম শরীফুল ইসলাম ছোটন (১৯)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামের হাবীবুর রহমানের ছেলে। কালীগঞ্জ শ্রমিক সরকারী কলেজ থেকে এ বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। চৌগাছায় স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার যশোর থেকে জানান, চৌগাছায় বালি ভর্তি ট্রাকের চাপায় তন্মিমা খাতুন তন্বী (১৪) নামে স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নিয়ামতপুর মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্বী উপজেলার পাতিবিলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও পাতিবিলা হাজী শাহজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের নমব শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে তন্বী বাইসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নিয়ামতপুর মাদ্রাসার কাছে পৌঁছালে বালিভর্তি ট্রাক তাকে চাপা দেয়।
×