ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সম্ভাবনার ম্যাচ প্রতিপক্ষ নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৬:০৮, ৯ জুন ২০১৭

বাংলাদেশের সম্ভাবনার ম্যাচ প্রতিপক্ষ নিউজিল্যান্ড

‘আমি, ক্রিকেটাররা, সাংবাদিকরা, দেশের মানুষ, কিংবা ক্রিকেটপ্রেমীরা; সবাই চাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতুক।’ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সোফিয়া গার্ডেনে খেলতে নামার আগে বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন কথাই বলেন। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। তাই সবার আশা একটাই, জয়। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছে। ৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। হেরেছে ২১টি ম্যাচে। তবে সর্বশেষ ১০টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচই জিতেছে বাংলাদেশ। হেরেছে ৫টি ম্যাচে। তার মানে সম্প্রতি বাংলাদেশের অবস্থা নিউজিল্যান্ডের বিপক্ষে খুবই ভাল। এখন এ ভাল অবস্থা আজ ধরে রাখতে পারলেই হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতেই জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজে জিতেছে। সেই ধারাবাহিকতা এখন থাকলেই হয়। তাহলেই টুর্নামেন্টে শেষ চারে খেলার সম্ভাবনা অনেক জোরালো হবে। ইংল্যান্ডের বিপক্ষে শনিবার অস্ট্রেলিয়া তখন হেরে গেলেই হয়। মাশরাফির আশাও সেইরকমই। তবে সেমিফাইনালের ভাবনা কোনভাবেই করতে রাজি নন। একমাত্র লক্ষ্য নিউজিল্যান্ডকে হারানো। এরপর যদি সেমিফাইনালে ওঠা যায় অনেক ভাল। নাহলে অন্তত জয় নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ। ইতিবাচক ফল নিয়েই দেশে ফিরতে পারবে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেস্ট খেলুড়ে কোন দলকে না হারানোর ইতিহাসও পাল্টে যাবে। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারাবে বাংলাদেশ। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এই ম্যাচটি নিয়ে উত্তেজনায় ভাসছে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছে। এবার সেমিফাইনালে খেলার সুযোগ ধরা দিয়েছে। এবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার সুযোগও ধরা দিয়েছে। তাই ক্রিকেটাররাও ম্যাচটি নিয়ে খুবই উত্তেজিত। মাশরাফিই যেমন বললেন, ‘সবাই উত্তেজিত। গত দুই তিন বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। আমরা চেষ্টা করব ম্যাচটিতে সর্বোচ্চ দিতে। বৃষ্টি যেন না হয়। তবে বৃষ্টি নিয়ে এত ভেবেও লাভ নেই। আবহাওয়ার ওপর কারও হাত নেই। সবাই জানি শুধু ভাল খেললে হবে না, এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে। ১০, ১১ বছর আগে এ স্টেডিয়ামে খেলেছি। তখন থেকে এখন সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি। তা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমরা ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করার চেষ্টা করছি।’ ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করা মানে হচ্ছে জেতা। বাংলাদেশ সেই জেতার লক্ষ্যেই খেলবে। নিউজিল্যান্ডও তাই করবে। পেসার ট্রেন্ট বোল্ট যেমন বলেছেন, ‘আমরা সর্বোচ্চ দিয়েই খেলব। বাংলাদেশের সব ক্রিকেটারকে নিয়েই ভাবছি। সর্বোচ্চ দিয়ে জেতার চেষ্টা করব। জেতা ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই।’ আসলেই নেই। কোন দলেরই নেই। গ্রুপপর্বে দুই দলেরই শেষ ম্যাচ। যে না জিতবে, সেই দল বিদায় নেবে। জিতলে সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে। যে দল জিতবে তারা সেমিফাইনালেও উঠে যেতে পারে। যদি ইংল্যান্ডের বিপক্ষে হারে অস্ট্রেলিয়া। বাংলাদেশ দল জেতার সবধরনের চেষ্টাই করবে। তাইতো সোফিয়া গার্ডেনে বৃহস্পতিবার অনুশীলন করতে এসেই প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে ও অধিনায়ক মাশরাফি সবার আগে উইকেটে গেলেন। উইকেট ভাল করে পরখ করলেন। এতটা সময় ধরে উইকেট দেখলেন যে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও আসতে দেরি করলেন মাশরাফি। এসেই জানিয়ে দিলেন, জিততে চান। যে জয়টি বাংলাদেশকে সেমিফাইনালেও নিয়ে যেতে পারে।
×