ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে আমরা ঢাকাবাসীর মেহেদি উৎসব

প্রকাশিত: ০৯:০৩, ৮ জুন ২০১৭

ঢাবিতে আমরা ঢাকাবাসীর মেহেদি উৎসব

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ এক নারী আরেক নারীর হাতে রাঙা মেহেদি লাগিয়ে দিচ্ছেন। শিল্পীর মতো দক্ষ হাতে ফুটিয়ে তুলছেন নিপুণ কারুকার্য। কেউ আঁকছেন ফুল, কেউবা আল্পনা। হাতের তালু থেকে শুরু করে বাহু পর্যন্ত শোভা পাচ্ছে মেহেদির দৃষ্টিনন্দন রঙ। বুধবার দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয় শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা এভাবেই মাতলেন মেহেদি উৎসবে। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করে ‘আমরা ঢাকাবাসী’ নামের একটি সংগঠন। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃছাত্রী হল এলিট মেহেদী উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করে। হলের আবাসিক ছাত্রীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এ উৎসব ও প্রতিযোগিতায় অংশ নেন। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্রী তৃষা বলেন, এই অনুষ্ঠান বৈশাখের আগে হয়। কিন্তু এবার রমজান মাসে হচ্ছে। সবাই একসঙ্গে বসে হাতে মেহেদি লাগাতে অনেক ভাল লাগে। ছাত্রী মাহবুবা আক্তার বলেন, আমি টিউশুনি থেকে এসে রুমে যেতাম। কিন্তু এখানে বসে মেহেদি লাগাতে অনেক মজা লাগছে। অনুষ্ঠানে ঢাকাবাসীর সভাপতি ও ঢাকা ঈদ আনন্দ মিছিল উদ্যাপন পরিষদের আহ্বায়ক মোঃ শুকুর সালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান। অন্যদের মধ্যে ঢাকাবাসীর উপদেষ্টা হাজী আব্দুস সালাম, আজফারুজ্জামান সোহরাব, এলিট কসমেটিকা লিমিটেডের পরিচালক (অপারেশন) বাসু রায় চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম দিনে প্রাথমিকভাবে ৮ জুটিকে পুরস্কৃত করা হয়। আগামী ১১ জুন রোকেয়া হলে মেহেদি উৎসব ও প্রতিযোগিতার চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হবে।
×