ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবাধিকার আইন সংস্কার চান টেরেসা মে

প্রকাশিত: ০৪:৪৭, ৮ জুন ২০১৭

মানবাধিকার আইন সংস্কার চান টেরেসা মে

ব্রিটেনে সন্দেহভাজন জঙ্গীদের নিয়ন্ত্রণে ‘বাধা হয়ে দাঁড়ালে’ প্রয়োজনে মানবাধিকার আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী টেরেসা মে। বৃহস্পতিবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বিবিসির। মে বলেন, তিনি বিদেশ থেকে আসা জঙ্গী সন্দেহভাজনদের দেশ থেকে বিতাড়ন প্রক্রিয়া আরও সহজ করবেন। হুমকি হয়ে উঠতে পারেন এমন সন্দেহে থাকা ব্যক্তিদের ওপর ‘বিধিনিষেধ আরোপ এবং তাদের চলাফেলা সীমিত’ করার ব্যবস্থা করবেন। মে’র ঘোষণার প্রতিক্রিয়ায় প্রধান বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়, এ সময়ে ‘এ ধরনের বার্তা দেয়া উচিত না’। যুক্তরাজ্যে গত তিন মাসেরও কম সময়ে তিন তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ৩৪ জন নিহত ও বহু আহত হয়েছে। সর্বশেষ গত শনিবার লন্ডন ব্রিজে হামলায় সাতজন নিহত এবং ৪৮ জন আহত হয়; আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। যার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে পুলিশের বাজেট কমানোর যে সিদ্ধান্ত মে নিয়েছিলেন সেটারও জোর সমালোচনা হচ্ছে। অনেকে এজন্য প্রধানমন্ত্রী মের পদত্যাগও দাবি করেছেন। ওই দাবিতে সমর্থন দিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। মঙ্গলবার সন্ধ্যায়ও মের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। জাতীয় নির্বাচনের আগে শেষ দিনের প্রচারাভিযানে মে বিশেষ কোন কৌশল প্রস্তাব ঘোষণা না করলেও বলেন, সন্ত্রাসমূলক অপরাধের জন্য দোষী সাব্যস্তদের দীর্ঘ মেয়াদে কারাদ-ের ব্যবস্থা করা হবে। কর্তৃপক্ষ যেন আরও সহজে বিদেশী সন্দেহভাজন ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে পারে এবং কোন ব্যক্তির হুমকি হয়ে উঠতে পারার যথেষ্ট প্রমাণ হাতে পাওয়ার পর তার স্বাধীন চলাফেরা সীমাবদ্ধ করার ব্যবস্থা করবে।
×