ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের ভাঙ্গা পোল ॥ ঝুঁকি

প্রকাশিত: ০৪:০০, ৭ জুন ২০১৭

বিদ্যুতের ভাঙ্গা পোল ॥ ঝুঁকি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নওদাপাড়াস্থ ছায়ানীড় হাউজিং এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের পোল ভেঙ্গে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যুত পরিবাহী তার পোলের সঙ্গে আটকে থাকার কথা থাকলেও ওই এলাকায় পোলটিই আটকে আছে তারের সঙ্গে। দেড় মাসের বেশি সময় ধরে এ অবস্থায় থাকলেও সেটি অপসারণের উদ্যোগ নেয়নি বিদ্যুত বিভাগ। ফলে ঝুঁকির মুখে রয়েছেন আবাসিক এলাকার বাসিন্দারা। এলাকাবাসী কয়েকবার অভিযোগ জানানোর পরেও বিদ্যুত বিভাগের পক্ষ থেকে সংঙ্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। জানা যায়, দেড় মাস আগের ঝড়ে বিদ্যুতের পোলটি ভেঙ্গে বিদ্যুত পরিবাহী তারের সঙ্গে আঁকটে যায়। এর পর থেকে ৬ থেকে ৭টি বাড়ির মানুষ চলাচলে হুমকির মুখে পড়েছেন। তারা এ নিয়ে কয়েকবার পিডিবি অফিসে অভিযোগ জানার। কিন্তু এরপরের সংঙ্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী শিরিন ইয়াসমিন জানান, পিডিবিতে পোল মজুদ না থাকার কারণে সেটি অপসারণ করে নতুন পোল লাগানো যাচ্ছে না। বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নির্বাচন বাংলাদেশ চিনিকল শ্রমিক-ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন-২০১৭ সালের ২৩ মে চিনিশিল্প ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঠাকুরগাঁও চিনিকলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সভাপতি এবং পাবনা চিনিকলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান (উজ্জল) সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলরগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম। এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সদর দফতরের সিবিএ ইউনিয়ন সভাপতি খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব সার্বিক সহযোগিতা প্রদান করেন। -বিজ্ঞপ্তি নিরাপদ খাদ্যপ্রাপ্তিতে সচেতনতামূলক কার্যক্রম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে। পবিত্র রমজান উপলক্ষে জনগণের স্বাস্থ্যসম্মত খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকল্পে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা মহানগরীতে সর্বসাধারণের নিরাপদ খাদ্যপ্রাপ্তির লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার কাওরান বাজার হতে এই কার্যক্রমের উদ্বোধন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। -বিজ্ঞপ্তি
×