ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হাজার মণ ধান নিয়ে শিমুলিয়ায় বাল্কহেড ডুবি

প্রকাশিত: ০৮:৩৯, ৬ জুন ২০১৭

হাজার মণ ধান নিয়ে শিমুলিয়ায় বাল্কহেড ডুবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরি ঘাটের অদূরে এক হাজার মণ ধানসহ একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে পদ্মায় আকস্মিক ঝড়ো হাওয়ার করণে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় পদ্মায় পড়ে গেলেও নৌ-পুলিশের এসআই নাজমুল ইসলামে তাৎক্ষণিক তৎপরতায় বাল্কহেডের চালকসহ তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে ৮ লাখ টাকার ধানের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় ও বাল্কহেডের মাঝি এবং শ্রমিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মুক্তার মাস্টারের ৫শ’২৬ বস্তায় এক হাজার ৫০ মণ ধান নিয়ে একটি বাল্কহেড মুন্সীগঞ্জের মীরকাদিমের নীপা রাইস মিলের উদ্দেশে যাচ্ছিল। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাল্কহেডটি পদ্মা নদীর লৌহজংয়ের শিমুলিয়া ফেরি ঘাটের কাছে পৌঁছলে এটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রচ- বাতাস আর ঝড়ো হাওয়ায় বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডের চালক মুক্তার মাঝি (৪০), শ্রমিক বিজয় ম-ল (৪২) ও আক্তার হোসেন (৩০) পদ্মায় পড়ে ভাসতে থাকে। খবর পেয়ে তাৎক্ষণিক মাওয়া নৌ পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মায় পড়ে যাওয়া বাল্কহেডের তিন মাঝি ও শ্রমিককে নৌ-পুলিশের এসআই নাজমুল ইসলাম তাৎক্ষণিক উদ্ধার করেছে। কেউ নিখোঁজ নেই। ডুবে যাওয়া বাল্কহেডটি চিহ্নিত করা গেছে। ধানের মালিককে খবর দেয়া হয়েছে। তারা এলেই বাল্কহেডটি উদ্ধারের ব্যবস্থা করা হবে।
×