ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বরিশালে দেরিতে ছাড়ল বিমান- পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৩, ৬ জুন ২০১৭

বরিশালে দেরিতে ছাড়ল বিমান- পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল যাওয়ার জন্য প্রস্তুত ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৬৯ নম্বরের ফ্লাইটটি। তাতে সরকারী চাকরিজীবী, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার যাত্রী ছিলেন। কিন্তু শেষ সময়ে ঘটে বিপত্তি। এতেই ৫০ মিনিট লেট। যাত্রীদের অভিযোগ, বরিশাল-৪ আসনের সরকারদলীয় সাংসদ পংকজ দেবনাথ সঠিক সময়ে না পৌঁছানোয় এমনটি ঘটে। তবে তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করে জনকণ্ঠকে বলেন, আমি নিজেই তো ফ্লাইট বিলম্বের শিকার। আমি ৬টা ৪৫ মিনিটে চেকিং করেও লাউঞ্জে অপেক্ষায় ছিলাম। কেন বিলম্ব হচ্ছে নিজেই একাধিকবার জানতে চেয়েছি। তখন বিমান থেকে অন্য অজুহাতের কথা বলা হয়। এখন দেখি আমার নামে অপবাদ ছড়ানো হচ্ছে। এটা কি সাংসদ হয়েছি বলেই এমন অভিযোগ করতে হবে ? জানতে চাইলে বিমান মন্ত্রী রাশেদ খান মেনন জনকণ্ঠকে বলেন, এ ঘটনা বিমান থেকে আমাকে এখনও জানানো হয়নি। কারও জন্য যদি বিমান দেরি করে থাকে- সেটা অন্যায় করেছে। এটা বিমান করতে পারে না। এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বিমানকে জবাবদিহি করতে হবে। এটা মেনে নেয়ার মতো নয়। যাত্রীদের অভিযোগ, ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে শাহজালাল থেকে যাত্রা করার সিডিউল সময় রবিবার সকাল ৭টা ১০ মিনিটে। এ সময়ের আগেই বেশিরভাগ আরোহীর চেকিং হয়ে যায়। তারা নিজ নিজ আসনেও বসে যান। বিমানবন্দরের কর্মকর্তারা ফ্লাইট ছাড়ার চূড়ান্ত সময়ে অপেক্ষা করছিলেন কোন এক আরোহীর। কিন্তু নির্ধারিত সময়ে ওই আরোহী পৌঁছাননি। এমন সময় বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলে পেছনের দিকের কয়েক আরোহীর চেকিং আটকে দেয় কর্তৃপক্ষ। ১৫-২০ মিনিট বিলম্বেও ফ্লাইট না ছাড়ায় আরোহীরা হট্টগোল শুরু করেন। এ সময় বিমানবালা বরিশালের আবহাওয়া খারাপ বলে যাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। আরোহীরা তাৎক্ষণিক মুঠোফোন এবং ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন বরিশালের আবহাওয়া ভাল রয়েছে। ফ্লাইট ছাড়া না ছাড়া নিয়ে আরোহী ও বিমান কর্তৃপক্ষের মধ্যে তুমুল বাদানুবাদের মধ্যে সকাল পৌনে আটটায় দুজন সহযাত্রীসহ চেকিংয়ে হাজির হন পংকজ দেবনাথ এমপি। তিনি ফ্লাইটে ওঠার পর চেকিং আটকে দেয়া অপর আরোহীদেরও চেকিং সম্পন্ন করে কর্তৃপক্ষ। সকাল আটটায় ৭৪ যাত্রী নিয়ে বিজি-৪৬৯ নম্বরের ফ্লাইটটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের পর ফ্লাইটের ক্যাপ্টেন যাত্রীদের উদ্দেশে বলেন, খারাপ আবহাওয়া নয়, কয়েক যাত্রীর জন্য ফ্লাইটটি বিলম্ব হয়েছে। এজন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন। বরিশাল বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিউটি অফিসার হুমায়ুন কবির বলেন, বিজি-৪৬৯ নম্বরের ফ্লাইটটি ৮৪ যাত্রী নিয়ে সকাল সাতটা ১০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে সাতটা ৪০ মিনিটে বরিশালে অবতরণ করার কথা। কিন্তু ফ্লাইটটি প্রায় ৫০ মিনিট বিলম্বে সকাল সাড়ে আটটায় বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সময়ের চেয়ে ফ্লাইটটি ৫০ মিনিট বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে এয়ারলাইন্সের ডিউটি অফিসার হুমায়ুন কবির বলেন, সকালের আবহাওয়া ছিল স্বাভাবিক। মাঝে মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যান্ত্রিক গোলযোগসহ বিভিন্ন কারণে ফ্লাইট বিলম্বিত হয়।
×