ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার হতে পারে ॥ অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৫, ৪ জুন ২০১৭

বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার হতে পারে ॥ অর্থ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আরোপিত বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ব্যাংকের আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে যে হারে সমালোচনা হচ্ছে তাতে সরকার প্রস্তাবিত আবগারি শুল্ক থেকে পেছনে ফিরবে। জাতীয় সংসদে এ নিয়ে অবশ্যই আলোচনা হবে। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনায় তিনি এই ইঙ্গিত দেন। অর্থ প্রতিমন্ত্রী বলেন, পূর্বে ১ লাখ টাকার নিচেও আবগারি শুল্ক দিতে হতো। কিন্তু প্রস্তাবিত বাজেটে ১ লাখ টাকা পর্যন্ত শূন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে। ব্যাংকে যাদের এক লাখ টাকার ওপর আমানত আছে শুধুমাত্র তাদের আমানতের ওপরই ৩০০ টাকা আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ব্যাংকের আমানতের ওপর আগে যে শুল্ক ধরা হয়েছিল সেটাই বহাল রাখা হতে পারে। এটি নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে তাতে বিষয়টি নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। জাতীয় সংসদে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। সেখানে বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে কথা বলব। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দীন, এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমান, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরসহ এমসিসিআই’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×