ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়া বিদ্যুত অফিসে যুব ও ছাত্রলীগের তাণ্ডব

প্রকাশিত: ০৬:২৮, ৪ জুন ২০১৭

পটিয়া বিদ্যুত অফিসে যুব ও ছাত্রলীগের তাণ্ডব

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩ জুন ॥ বিদ্যুতের দাবির অজুহাতে চট্টগ্রাম পল্লীবিদ্যুত সমিতি-১ (পটিয়া) সদর দফতরে সরকারী দলের নেতাকর্মীরা ভাংচুরসহ ব্যাপক তা-ব চালিয়েছে। এতে সমিতির জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্লাহ (৫৫), ক্যাশিয়ার রেহেনা আকতার (৪৫), সুমাইয়া খানম (২৫), মোঃ রুবেল, মাইমুন আহত হয়েছেন। আহতরা পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) জসিম উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে পটিয়া পল্লীবিদ্যুত অফিসে অনিয়ম, দুর্নীতি ও একটি প্রভাবশালী মহল গ্রাহকদের নানাভাবে হয়রানি করে আসছে। সম্প্রতি বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়। যার প্রেক্ষিতে প্রভাবশালী ওই মহলটির মানসম্মান ক্ষুণœ হয় এবং বেকায়দায় পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যুত সরবরাহের দাবি অজুহাতে পরিকল্পিতভাবে এ তা-ব চালানো হয়েছে বলে পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার অভিযোগ করেছেন। ঘটনার পর পল্লীবিদ্যুতের সিসি টিভি ক্যামরার ভিডিওফুটেজে পটিয়ার সরকারদলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী সমর্থিত দক্ষিণ জেলা যুবলীগ সদস্য আবু ছালেহ মোঃ শাহারিয়া, ভাটিখাইন ইউনিয়ন আ’লীগ নেতা কাজী জিল্লুর রহমান, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুলু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আল ফয়েসাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল, যুবলীগ নেতা শেখ ফারুক, পটিয়ার সংসদ সদস্যের অফিসের পিয়ন রুবেলসহ যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে। চট্টগ্রাম পল্লীবিদ্যুত সমিতি-১ (পটিয়া) সদর দফতরের জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্লাহ জানিয়েছেন, তিনি যোগদানের আগে পটিয়া বিদ্যুত অফিসে প্রভাবশালী মহল ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অবৈধভাবে রেস্ট হাউস ব্যবহার করে আসছে।
×