ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য দুই গৃহবধূ খুন

প্রকাশিত: ০৬:৩৩, ৩ জুন ২০১৭

যৌতুকের জন্য দুই গৃহবধূ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ যৌতুকের জন্য ভোলা ও পঞ্চগড়ে দুই গৃহবধূকে হত্যা করেছে তাদের স্বামী। এছাড়া ডিমলা, ঝিনাইদহ, রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও সিলেটে বিছনাকান্দি নদী থেকে পুলিশ চার লাশ উদ্ধার করেছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : ভোলা ॥ লালমোহন উপজেলায় বৃহস্পতিবার রাতে যৌতুকের জন্য মাহমুদা মেহের তিথি (২০) নামের গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ তিথির স্বামী মেহেদী হাসান রুবেল এ হত্যাকা- ঘটিয়েছে। নিহতের স্বজনরা জানায়, তিন বছর আগে লালমোহন উপজেলার করিমগঞ্জ এলাকার কামাল উদ্দিন মাস্টারের মেয়ে তিথির সঙ্গে লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ডের আলি আজগর বেপারির ছেলে মেহেদী হাসান রুবেলের সঙ্গে বিয়ে হয়েছিল। তিথি লালমোহন সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তাদের কোন সন্তান ছিল না। নিহত তিথির স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে রুবেল তিথিকে মারধর করত। এর আগেও কয়েকবার এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বিচার করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে রুবেল তিথিকে মারধর করে। এক পর্যায়ে গভীর রাতে তার শ্বশুর বাড়ির লোকজন মুমূর্ষু তিথিকে লালমোহন হাসপাতালে নেয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তিথির শ্বশুর বাড়ির লোকজন লাশ রেখে পালিয়ে যায়। পঞ্চগড় ॥ বোদায় তানিয়া আখতার (১৯) নামের গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী মামুনকে (২২) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর বাবা তরিকুল ইসলাম যৌতুকের জন্য তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে বোদা থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে পুলিশ মামুনকে আটক করে। আটককৃত মামুনের বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির পাইকারপাড়া গ্রামে। তার বাবার নাম- জিয়াউর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬ মাস আগে আটোয়ারী উপজেলার দক্ষিণ সাতখামার গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আখতারকে মামুন বিয়ে করে। বিয়ের সময় তরিকুল ইসলাম সামর্থ্য অনুযায়ী জামাইকে যৌতুক প্রদান করে। যৌতুকলোভী মামুনের এতেই মন ভরে না। আরও এক লক্ষ টাকা যৌতুকের জন্য বিয়ের পর থেকেই মামুন তানিয়াকে মারধরসহ মানসিকভাবে নির্যাতন করে আসছিল। তানিয়ার বাবার অভিযোগ, বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টার দিকে মামুন ও তার পরিবারের লোকজন তার মেয়েকে নির্যাতন করার পর শ্বাসরোধে হত্যা করে। নীলফামারী ॥ ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে নুর ইসলাম (৫৫) নামের কৃষকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। তবে নিহতের স্ত্রী শাহিদা বেগম ও মেয়ে ঝর্ণা আক্তার, নুর ইসলামের মৃত্যুকে হত্যাকা- হিসেবে অভিযোগ তোলায় পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে জেলার মর্গে ময়নাতদন্ত করেছে। এলাকাবাসী জানায়, গোমনাতী রোড সংলগ্ন তার নিজ বাড়ি থেকে রাস্তার ধারে থাকা মুদি দোকানে জি আই তারের আর্থিং ও কালো তার দিয়ে পল্লী বিদ্যুতের সাইড লাইন সংযোগ করে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন নুর ইসলাম। তিনি বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের শেড ঘরের লাইন থেকে এ সংযোগ নিয়েছিলেন। মুদি দোকানটি বেশ কিছুদিন ধরে বন্ধ থাকায় বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন করতে যান তিনি। এ সময় বিদ্যুত সরবরাহ লাইন বন্ধ ছিল। ঠিক সে সময় হঠাৎ বিদ্যুত চলে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঝিনাইদহ ॥ নিখোঁজ হওয়ার তিন দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে আনোয়ারা বেগমের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঝিনাইদহে শহরের উপশহর পাড়ার খায়রুল ইসলাম মাস্টারের সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আনোয়ারা বেগম উপশহর পাড়ার আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় পুলিশ পারুল বেগম নামে নারীকে গ্রেফতার করেছে। নিহতের স্বামী আব্দুর রহিম জানান, আনোয়ারা খাতুন গত মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে এনজিওর দুইশ’ টাকা কিস্তি দিতে পারুল বেগমের বাসায় যান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন আনোয়ারা বেগমের ছোট ভাই শাহজাহান আলী ঝিনাইদহ সদর থানায় সাধাণর ডায়েরি করেন। সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে বাড়ির পাশে সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহের হাত বাইরে বের হয়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। রূপগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দাউদপুর ইউনিয়নের আশুলিপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সিলেট ॥ গোয়াইনঘাটের বিছনাকান্দি নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিনদিন পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বিল্লাল হোসেন উপজেলার বগাইয়া হাওড় গ্রামের মন্তু মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। জানা যায়, গত বুধবার দুপুরে বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে নৌকায় পাথর বোঝাই করে নিয়ে আসার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তার সঙ্গী শাহীন সাঁতরে তীরে উঠতে পারলেও স্রোতের টানে তলিয়ে যায় বিল্লাল।
×