ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে মেধাবী আয়শার

প্রকাশিত: ০৬:২৯, ১ জুন ২০১৭

স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে মেধাবী আয়শার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ এসএসসিতে জিপিএ-৫ পাওয়া আয়শা সিদ্দিকার উচ্চশিক্ষার আকাক্সক্ষা দারিদ্র্যের কারণে ফিকে হয়ে যাচ্ছে। টাকার অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ৮ম শ্রেণীতে গোল্ডেন ৫ ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন শিশুকালেই ঝরে যাচ্ছে। সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার আক্তার হোসেন ও শিল্পী বেগমের কন্যা আয়শা সিদ্দিকা। তার বাবা কম বেতনের বাসের একজন সুপারভাইজার। আয়শা সিদ্দিকার ইচ্ছা সে বড় কোন কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শেষে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হবে। পড়াশোনায় সে বেশ মনোযোগী। কিন্তু অভাব-অনটনের কারনে সে পড়াশোনা করতে পারছে না। এ অবস্থায় সে সকলের সহযোগিতা চায়। আয়শা ২০১৭ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার হিলফুল ফুযুল মডার্ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। তার সঙ্গে সরাসরি যোগাযোগের নম্বর ০১৭৯৯১৭৫৮১৯। যবিপ্রবি উপাচার্যের সঙ্গে অধ্যাপক মাইকেল এ. রাইসের সাক্ষাত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, এ্যানিমেল এ্যান্ড ভেটেরিনারি বিভাগের অধ্যাপক মাইকেল এ. রাইস। বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অধ্যাপক মাইকেল এ. রাইস। তিনি যবিপ্রবির ফিশারিজ ও মেরিন বায়ো-সায়েন্স বিভাগের ¯œাতক পর্যায়ের পাঠ্যক্রম উন্নয়নে কাজ করছেন। ইউএসএইডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের ‘এশিয়া ফার্মার টু ফার্মার’ কর্মসূচীর আওতায় অধ্যাপক রাইস যবিপ্রবিতে এক সপ্তাহ অবস্থান করবেন। সাক্ষাতের সময় অধ্যাপক ড. আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় বা বিভাগ থেকে বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) করার আগ্রহের কথা জানান। জবাবে মাইকেল এ. রাইস উপাচার্যের আগ্রহকে স্বাগত জানান এবং তার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে অগ্রগতির কথা জানাবেন বলে উল্লেখ করেন। ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩১ মে ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার সমরখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মগরখালি গ্রামের শাহাদৎ জোয়ারদারের গরু“বাড়ির পাশের করিম বিশ্বাসের বাড়ির গাছ খায়। এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঠা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কৃষি যন্ত্রপাতি বিতরণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩১ মে ॥ আজ বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান কাটা ও মাড়াইয়ের আধুনিক যন্ত্র কম্বাইনড হারবেস্টার ও রিপার মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম কৃষকদের মধ্যে এসব বিতরণ করেন। এ সময় কৃষি কর্মকর্তা রুহুল আমিন, রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান এ্যাড. আশরাফুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। মৎস্যচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩১ মে ॥ পীরগঞ্জ উপজেলা সভাকক্ষে বুধবার দুপুরে ২ দিনব্যাপী মৎস্য চাষীদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার মৎস্য চাষীদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের সচেতন করার লক্ষ্যে বাল্যবিবাহ রোধ, মাদকে ভয়াবহতা, জঙ্গী ও সন্ত্রাসবাদ দমনে সকলকে একসঙ্গে কাজ করার জন্য পরামর্শ দেন। এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধি করা, পুকুর ও জলাশয় খনন ও মৎস্য চাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অন্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ ইসমত আরা বেগম, সাংবাদিক মোশাররফ হোসেন, আবুল হাসানাত, প্রশিক্ষক ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
×