ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিজিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত: ০৬:২৪, ৩১ মে ২০১৭

প্রিমিয়ার লিজিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। আজ বুধবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। এদিকে, এ কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ৩১ জানুয়ারি ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার আল-আরাফাহ‘র উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ড. বাহাউদ্দিন মোহাম্মাদ ইউসুফ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ২ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম উদ্যোক্তা ড. বাহাউদ্দিন মোহাম্মাদ ইউসুফের কাছে ১৮ লাখ ৮৪২টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন এই উদ্যোক্তা। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ১৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×