ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণ দাবি

প্রকাশিত: ০৭:০০, ৩০ মে ২০১৭

শ্রীপুরে স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে স্কুল চলাকালীন সময় ফুটবল খেলার প্রস্তুতি নেয়ার অপরাধে স্কুলের ১৮ ছাত্রকে বেধড়ক মারধর করার প্রতিবাদে সোমবার ওই স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষোভকারীরা ছাত্র নির্যাতনের অভিযোগে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে দীর্ঘসময় স্কুল বন্ধ থাকবে- এ কারণে শ্রীপুরে বরমী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম ও অষ্টম শ্রেণীর ছাত্ররা মাঠে ফুটবল খেলার আয়োজন করে। স্কুল বন্ধ হওয়ার আগের দিন ২৭ মে ছাত্ররা স্কুল চলাকালীন সময় মাঠে গিয়ে ফুটবল খেলার প্রস্তুতি নেয়। এ সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শওকত হোসেন মৃধা সেখানে উপস্থিত হন এবং স্কুল চলাকালীন সময় খেলার প্রস্তুতি নেয়ার অপরাধে ছাত্রদের ওপর ক্ষুব্ধ হন। এ সময় তিনি খেলায় অংশ নেয়ার জন্য ছাত্রদের এলোপাতাড়ি বেত্রাঘাত করেন। এতে দশম শ্রেণীর আট এবং অষ্টম শ্রেণীর ১০ ছাত্র আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান তাদের অভিভাবকরা। ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবিনুল হকও ছাত্রদের বিরুদ্ধাচারণ করেন। এ ঘটনায় নির্যাতিত এক ছাত্রের বাবা সামসুল হুদা বাদী হয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেন। এছাড়াও নির্যাতিত অপর ছাত্ররা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার দাবি করে। ছাত্ররা অভিযোগ করে, ঘটনার বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। জয়পুরহাটে মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৯ মে ॥ বারোশিবালয় মন্দিরে গত শুক্রবার রাতে দুর্বৃত্তের নারকীয় হামলার প্রতিবাদে সোমবার হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ শহরের প্রধান সড়কে মানববন্ধন, মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করে। হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং বারোশিবালয় মন্দির কমিটির যৌথ উদ্যোগে কর্মসূচী পালিত হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১০ টার পর থেকেই মুক্তমঞ্চ চত্বরে নারী-পুরুষসহ সকল স্তরের মানুষ মিছিল করে সমবেত হয়। বৃদ্ধ-বৃদ্ধাকেও মিছিলে দেখা যায়। প্রচ- দাবদাহ উপেক্ষা করে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ ম-ল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু এমপি, আমিনুল হক বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, নন্দকিশোর আগরওয়ালা, রতন কুমার খাঁ, এ্যাডঃ হৃষিকেশ সরকার, নন্দলাল পার্শী, নির্মল কুমার ম-ল, রাজা চৌধুরী, সুমন সাহা, নিখিল চন্দ্র ম-ল, শেখর মজুমদার, রফিকুল ইসলাম, তিতাস মোস্তফা, আব্দুর রশিদ, অশোক ঠাকুর প্রমুখ। তারা অভিযোগ করেন থানায় মামলা হওয়ার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার হয়নি।
×