ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হল ছেড়েছে জাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ মে ২০১৭

হল ছেড়েছে জাবি শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা ॥ অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর রবিবার সকাল থেকে আবাসিক হল ছাড়তে শুরু করে জাবি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত জরুরী অফিস আদেশে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। উপাচার্যের বাসভবনে ভাংচুর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী লাঞ্ছনায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করাসহ হল খালি করার সিদ্ধান্ত নেয়া হয় বলে অফিস আদেশে জানানো হয়। হল ছাড়ার নির্দেশ পুনঃবিবেচনার দাবি নিয়ে সকাল সাড়ে ১১টায় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে প্রতিনিধি দল ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে দেখা করে। কিন্তু উপাচার্য তাদের দাবি নাকচ করে দেন। প্রশাসন সিদ্ধান্তে অটল থাকায় হঠাৎ করে হল খালি করার নির্দেশে রাস্তায় বেরিয়ে যানবাহন সংকটের কারণে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। এদিকে উপাচার্য ভবনে বিক্ষোভ-ভাংচুরের ঘটনায় গ্রেফতার জাবির ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান ৪২ জনের জামিন মঞ্জুর করেন। শিক্ষক লাঞ্ছনা, ভাংচুর ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে শনিবার রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে। এর আগে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনসহ কয়েকটি দাবি নিয়ে বেলা ১২টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন বামপন্থী ও বিএনপিপন্থী শিক্ষকদের একটি দল। এ সময় শিক্ষকরা সন্ধ্যার মধ্যে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে উপাচার্যকে আল্টিমেটাম দেন। রমজানে নির্বিঘেœ পদ্মা পারাপার নিয়ে সভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাট থাকবে চাঁদামুক্ত। রমজান ও ঈদে নির্বিঘেœ পারাপার নিয়ে লৌহজংয়ের শিমুলিয়া ফেরি ঘাটে বিশেষ আইনশৃঙ্খলা সভা হয়েছে। রবিবার দুপুরে শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসির অফিস প্রাঙ্গণের এই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপত্বিতে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম, র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন প্রমুখ। লৌহজং উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। মাগুরায় সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৮ মে ॥ রবিবার দুপুরে মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রামে দুদলের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রামে মোসলেম বিশ্বাস ও রফিক বিশ্বাসের দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে ১০ জন আহত হয়।
×